আজকাল খুব
ব্যস্ত আছি
–––––––––––––––––––––– sarbojit
আজকাল খুব
ব্যস্ত আছি!
ছুটছে আলো...
বাতাসবাড়ি... ছুটছে
ট্রাফিক...
রেলের
গাড়ি... গ্রাম
ছুটেছে শহরতলী
নেশার ঘোরে
অন্ধগলি টলতে
থাকে।
আজকাল তো
সবাই এমন
ব্যস্ত থাকে!
ব্যস্ত আছি
তোমায় ভুলে
অভিযোগের আঙুল
তুলে
শ্যাওলা
জমা বুকের
পাঁজর
জমছে
কত ভারী
পাথর কষ্টে
বাঁচি।
আজকাল তো
এমনভাবেই ব্যস্ত
আছি!
গ্রীষ্ম
কি শীত
নাচতে পারি
মঞ্চ কাঁপাই...
কাঁপাই বাড়ি
হালকা আলোয়
সারাবেলা খেলনাবাটি...
পুতুলখেলা... ভুলেই
গেছি।
বুদ্ধি করে
আজকাল খুব
ব্যস্ত আছি।
পাড়ার
মোড়ে, শপিংমলে
কখনো বা
রঙিন দলে
ওদের নামে
কেচ্ছা করি
আমার মুখ,আমি
করি!
তোর
তাতে কি!
জ্বালাস না
তো,
ভীষণরকম
ব্যস্ত আছি।
থানা-
মর্গ আর
হাসপাতালে
চাট
জমে যায়
রঙিন জলে
সকাল বিকেল
কাজের ফাঁক
বান্ধবীরা
দিচ্ছে
ডাক বেশ
তো আছি!
মরলে মরুক!
আমি ব্যাপক
ব্যস্ত আছি।
পার্কে
কিংবা লেকের
ধারে বাদাম
সাঁটাই নদীর
তীরে
ব্রিগেড
প্যা-'রেড'
গ্রাউন্ড জিরো
কলার তুললে
আমিই হিরো
খ্যামটা নাচি।
খেটে
খুঁটে এসব
করেই ব্যস্ত
আছি।
বিড়ির দোকান,পান
সুপারি কামাচ্ছি
রোজ কারি
কারি ধর্মতলার
ন্যায্য দাবি
রঙ তুলিতে
বানাই ছবি
আরাম করি!সাক্ষী টাকা!
আজকাল খুব
ব্যস্ত আছি!
review: khub bastob poristhiti niye vabna.....satti evabei amra basto thaki...tabe ei bastota ki satti bestota??? khub bhalo bishoy......khub bhalo
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন