--------
---Satabdi Tultul Talapatra
একদিন তুমি পড়ে নিলে আমার সব কবিতা,
তুমি বুঝতে পারলে না,
প্রত্যেকটা তোমাকে উদ্দেশ্য করেই লেখা।
ডায়েরি রেখে গেলে চলে,
তাকালে না –
আমি যে ছিলাম তোমারই পিছনে দাঁড়িয়ে ;
পরে শুনলাম তুমি নাকি বলেছো,
"ও কবিতা লেখে ভালো,
কিন্তু তাতে নেই কোনো ছন্দ"
শুনে হাসলাম, মনে কাঁদলাম
আর ভাবলাম,
আমার ভালোবাসা কি এতই ঠুনকো?
পরে বুঝলাম তুমি ছিলে ঠিক,আমি ভুল,
যে ভালোবাসা কোনোদিন তৈরীই হয়নি,
তাতে থাকে না কোনো ছন্দ।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন