আমি মুর্চ্ছিতই থাকবো এই ভবের
মাঝে ..
আমাকে
তোরা বাঁধা দিস না
..!
মুক্ত
করবো তারাদের রাতের আকাশ থেকে
,
সুখ পাবেনা হিসেব কোনো
গাণিতিক অংকে ,
রুমাল
নেড়ে থামিয়ে দেবো উড়তে
থাকা পাখি ..
আলোয় ভাসবে অন্ধকার সঙ্গী
হবে জোনাকি !
আমি মুর্চ্ছিতই থাকবো এই ভবের
মাঝে ,
পাগল দের ওটাই ভালো
সাজে ।
পাগলামো
কে সাঙ্গ করে,
ছেঁড়া
গীটার এর তারে তারে
..
বাজাবো
শুধু মেলে ধরার গান,
রাবার
তখন আমার হাতে ...
মুছে দেবো বিকেল ঘুড়ির
লালচে আসমান !
আমি মুর্চ্ছিতই থাকবো এই ভবের
মাঝে,
আমাকে
তোরা বাঁধা দিস না
!
বৃষ্টির
ফোঁটায় ফোঁটায় ঝড়ে পরবে
শান্তি ..
আমি তখন ঘুমের দেশে
আগলে আমার ক্লান্তি ,
সব তালার চাবি হয়ে
নিরুত্তর পাবে ব্যাপ্তি ..
ছায়াপথ
এর পথিক তখন দিগন্তে
পাবে সমাপ্তি ।
আমি মুর্চ্ছিতই থাকবো এই ভবের
মাঝে,
আমাকে
তোরা বাঁধা দিস না
!
না
... আমি বলবো না আর
!!
না ..
আমি লিখবো না আর,
না না.. আমি
গাইবো না আর,
মুর্চ্ছিত
দের হারিয়ে যাওয়া টাই দরকার
!
#ধ্রুব
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন