সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কলকাতা বইমেলা, কলকাতা প্রাণমেলা II

কলকাতা বইমেলা, কলকাতা প্রাণমেলা II
এক, ট্রেনেই আলাপ হয়েছিল মন্দিরা ও তার সদ্য বিবাহিত স্বামী সন্দীপ নায়েকের সঙ্গে I আমি তখন বিনা টিকিটের যাত্রী, রবীন্দ্র ভারতী’র ছাত্র I ডাকসাইটে সুন্দরী মন্দিরা মুড়াগাছা বা ধুবুলিয়া ষ্টেশনে নেমে যাওয়ার আগে একটা ভিজিটিং কার্ড আমার হাতে দিয়ে বলেছিল, যোগাযোগ রেখো I তারা নেমে যাওয়ার পর কার্ডে চোখ রেখেই চক্ষু চড়কগাছ ! পুনশ্চ !!
দুই, নেতাজী সুভাষ চন্দ্রের পর আমার জানা আর একজন সুভাষ হলেন সুভাষ দত্ত I খবরের কাগজ পড়েই তাঁর এলেম সম্পর্কে অবগত হয়েছি, বাপ রে বাপ, ভয়ানক একবগ্গা ভদ্রলোক, প্রশ্ন যখন পরিবেশ রক্ষার I
তিন, ছাত্রাবস্থা কেটে যাওয়ার পর যখন কি করি, কি করি করে বেড়াচ্ছি, মাথায় এলো, ট্যুরের ব্যবসা করি, অনেকেই হয়ত জানেন ট্রাভেল এজেন্সী’র ব্যবসাকে একসময় মাম্মী পাপা’স বিজনেস বলা হত, ঘর লাগোয়া একটা বারান্দা আছে ? একটা টেবল চেয়ার নিয়ে বসুন, ব্যবসা শুরু, এই রকম আর কি ! তো নানারকম লোকের সঙ্গে যখন এই নিয়ে আলোচনা করছি, কি করা যায়, কিভাবে করা যায়, তখনই গার্গীদির বর সঞ্জয়দা বলল- শোনো দীঘা, দার্জিলিং ছাড়ো, অনেকেই করেছে, অনেকেই করবে ওসব, তুমি বরং অফবিট ট্যুর অ্যারেঞ্জ করো, জানতে চাইলাম, কি রকম ?
সহৃদয় পাঠকগণ, আমার ধানাই পানাই-এ ইতিমধ্যেই যাঁরা বিরক্তি বোধ করতে শুরু করেছেন, মনে মনে গালিও দিচ্ছেন হয়ত, তাঁদের জানাই, ঐ তিনটি অবস্থার একটাই গন্তব্য - কলকাতা বইমেলা !
মন্দিরা নায়েকের বাড়িতে গিয়েই প্রথম জানতে পারি, টয়লেটেও বই পড়া যায় I জেনে অবাকও হয়েছি, তাই তো, সময়ের এরূপ সদ্ব্যবহার তো দূর্দান্ত ! একদিকে হালকা হচ্ছেন, আর একদিকে হচ্ছেন জ্ঞানে ঋদ্ধ I সেদিন FB তেই দেখলাম, জাপানের সমস্ত বাস ষ্টপেজেই একটা আলমারিতে কিছু বইপত্র রাখা থাকে, বাসের প্রতীক্ষায় রত যাত্রীসাধারণ তা নিয়ে দিব্যি পড়তে পারে I চমৎকার চিন্তাভাবনা, তাই না ? অবশ্য আমাদেরও কিছু কিছু স্থানে কসমোপলিটান, ভাবী কি পেয়ার, রাশিচক্র, সিনে অ্যাডভান্স ইত্যাদি জাতীয় পত্রপত্রিকার ছোট খাটো ষ্টল থাকে, লুকিয়ে পড়তে হয়, এই যা I
বন্ধু কৌশিকের জোরাজুরিতে আর পুনশ্চ ষ্টল অভিযানের তাগিদে, আমার প্রথম বইমেলা যাওয়া I বইমেলা তখন ময়দানে I অতবড় ময়দান তখন যেন যন্তর মন্তরের ফাঁদ I রাস্তা, ষ্টল, বই, সুন্দরী, হাঁক ডাক আর ধূলো, একে বারে মারকাটারি ব্যাপার স্যাপার I এরই মাঝে চোখে পড়ল, ইউবিআই অডিটোরিয়াম I এখানে কি হয় ভাই ? কৌশিক দায়সারাভাবে বলল, নতুন বই প্রকাশ, বিভিন্ন অলোচনা, আঁতলেমি এটা সেটা I কৌশিকের সঙ্গে কলকাতায় বেড়ানোর সমস্যা একটাই, আপনি কোন ললনারই মনোযোগ পাবেন না, সব ঐ কৌশিক ব্যাটাই টেনে নেবে, ফারদিন খানের মতো দেখতে আমার এই বন্ধুটি এই একটি ব্যাপারে মারাত্মক স্বার্থপর I
চোখে পড়ল আনন্দ পাবলিশার্স, পোশাক পরিচ্ছদ দেখে আপনি যদি কোন ব্যক্তির কৌলিন্য আন্দাজ করতে পারেন, তাহলে ষ্টল সজ্জা দেখেও বুঝবেন নিশ্চয়, কার দৌড় কতদূর I তবে নানা শৈল্পিক ও নান্দনিকতার মিশেলে নির্মিত ষ্টলগুলি কৌতূহলী মনের খোরাক হয়ে ওঠে বৈ কি I কাঠ বেকার আমরা তখন, বই তো কিনতে পারব না, দু একখান চুরি করতে পারি অবশ্য I অভিজ্ঞদের মতে, অপরের বই আর পরের বউ চুরিতে কোন পাপ নেই I অনেকক্ষণ ধরেই কানে আসছিল, সেপথে কিছুটা গিয়েই চোখে পড়ল একদঙ্গল তরুণ তরুণী গিটার বাজিয়ে গান গাইছে I বেশ কিছু দর্শক শ্রোতাও জুটে গেছে তাদের, আজই হয়ত জন্ম নেবে কোন ভবিষতের শিল্পী I খবরের কাগজ পেতে নিছক আড্ডারও জটলা দেখলাম I লিটল ম্যাগ ? শখের কবি ? তাঁরাও রয়েছেন I কোন কোন ষ্টলে আবার হঠাৎ ভিড়, কি হয়েছে খোঁজ নিয়ে জানা গেল কোন বিখ্যাত লেখক এখন ওখানে উপস্থিত রয়েছেন I ওপথ আবার আমার জন্য নয়, বিখ্যাত লোকেদের সান্নিধ্যে আমার নিজেকে লিলিপুট বলে মনে হয় I একবার রবীন্দ্র সদনে ২১শে ফ্রেবুয়ারীর অনুষ্ঠানে নচিকেতা চক্রবর্তী ও পল্লব কির্তানীয়ার সঙ্গে আলাপ করার পরই আমার ঐ দুর্ভাবনার শুরু I অনেক খোঁজাখুজিঁর পর, একই রাস্তায় অন্তত বারতিনেক চক্কর কাটার পর পেলাম পুনশ্চ’কে I আশা ছিল কিনতে না পারি, একটা বই অন্তত উপহার পাবো এখানে I নিরাশ হলাম, নায়েক দম্পতি অনুপস্থিত I শুধু তাকিয়ে আছে মোটা মোটা শংকর I
ব্যক্তিগতভাবে আমি ১লা বৈশাখ তথা নববর্ষ জমকালোভাবে পালন করতে উৎসাহী, পাঁচ সাতদিন ধরে I দূর্গাপূজোকে সার্বজনীন বলা হলেও নানা জায়গায় ধর্মীয় কারণেই আমরা কাছাকাছি আসতে পারি না, আমরা ওরা বিভেদ থেকেই যায়, ঠিক হিন্দু মুসলিম শব্দদুটির মধ্যে যেভাবে অদৃশ্য একটা হাইফেন বরাবর থাকে I হ্যাঁ বহুস্থানেই ভিন ধর্মীয়রা দূর্গাপূজোয় প্রত্যক্ষভাবে অংশগ্রহন করে, জানি সেটা, সেটা মাথায় রেখেই বলছি I তবে এতে আমার মন ভরে না, আমি চাই একটা আপাদমস্তক বাঙালি উৎসব, তাতে জাতি, ধর্ম নির্বিশেষে সবধরণের বাঙালির অংশগ্রহণ থাকবে প্রচন্ডভাবে, এবং সেটা ধর্মীয় কারণে হবে না I যতদিন সেটা না হচ্ছে, ততদিন আসুন আমরা বইমেলাকেই আঁকড়ে ধরি I বাঙালি হিন্দু সেজেগুঁজে ঠাকুর দেখতে বেরোলে, বাঙালি মুসলিম জুলজুল চোখে দেখবে না, আবার ঈদের চালের রূটির জন্য হিন্দু বন্ধুর হা হুতাশও নেই এখানে I বইমেলা প্রাঙ্গনে প্রবেশ করলেই আপনার তাবৎ পরিচয় ছাপিয়ে একমাত্র পরিচয় জেগে উঠে, আপনি বইপ্রেমী I আপনি বই কিনতে, দেখতে বা নতুন বইয়ের গন্ধ শুঁকতে এসেছেন এখানে I
যে কটা রাজ্য রাজধানী কারণে অকারণে ঘুরেছি আজ অবধি, আমার মনে হয়েছে কলকাতা এমন একটা রাজধানী যেখানে আপনার অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীর প্রধান খাদ্য ডাল ভাত, পকেটে একটা দশ টাকার নোট থাকলে দিব্যি খেতে পাবেন, হ্যাঁ আজও I কলকাতায় আমি স্নাতকোত্তর পড়েছি মাসিক ১৩ টাকা বেতনে I কলকাতার হয়ত অনেক কিছুই নেই, প্রচুর ফ্লাইওভার, জেটগতির জীবন কিন্তূ হৃদয়টা রয়েছে অটুট I আর সেই হৃদয়ের উপরদিকেই রয়েছে, কলকাতা বইমেলা I তাই যেদিন শুনেছিলেন, আগুন লেগেছে বইমেলা’য়, অদ্ভূত এবং অজানা আশঙ্কায় আপনার মনটও হু হু করে উঠেছিল I পাঠক, লেখক, বই পাগল ও বই প্রেমিকদের মিলনস্থল এই বই সমাবেশ I মোবাইল এসে হয়ত আপনার পড়ার অভ্যাস নষ্ট করেছে, বইয়ের আলমারিতে ধূলো জমেছে, বন্দী অবস্থায় রয়েছেন রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিম I আপনি একবার বইমেলা ঘুরে আসুন I দেখবেন পরের রবিবারই ঐ আলমারি পরিষ্কার করার কাজে আপনি নেমে পড়েছেন I দেখবেন হয়ত কোন বই আপনাকে দেবে আপনার লেখা বা আপনাকে লেখা প্রথম প্রেমপত্র, অথবা দাদুর হাতে লেখা কোন হলদেটে খরচের হিসেব, আদরের ছোটবোনের বিয়ের কার্ডও কোন রচনাবলীর ভেতর হতে আসতে পারে বেরিয়ে I আপনি ওদের বলেননি, ওরাও আপনাকে বলেনি কোনদিন, যেদিন প্রথম আপনি অ আ ক খ শিখেছিলেন সেদিন থেকেই ওরা আপনাকে ভালোবাসে I

পুনশ্চ, সুভাষ দত্তের খবর পাইনি অনেক দিন, ময়দান থেকে কলকাতা বইমেলা চলে গেছে মিলন মেলা প্রাঙ্গনে, কিন্তূ অফবিট ‘কলকাতা বইমেলা ট্যুর’ আমি আজও অ্যারেঞ্জ করতে পারিনি I তবে কোনদিন যদি কলকাতার রাস্তায় একটি বড় বাস আর তাতে ‘কলকাতা বইমেলা দর্শন’ লেখা ব্যানার চোখে পড়ে আপনার, নিশ্চিত জানবেন, ওটা আমারই কান্ড II

-জাহির রায়হান
raihan_77@yahoo.co.in

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভূতে ভয় পেলেও, ‘ সেক্সি ভূত’-এর চরিত্রে অভিনয় করতে ভয় পাননি সায়ন্তনী

টলিউড ডিভা সায়ন্তনী গুহঠাকুরতা ডেবিউ করে ফেললেন দক্ষিণী সিনেমায়। যদিও কিছুদিন আগেই তিনি আটপৌরেকে সে ব্যাপারে জানিয়েছিলেন। কিন্তু সম্প্রতি এই হোলিতে সিনেমাটি রিলিজ করার পর থেকেই তিনি খবরের শিরোনামে। যদিও তার কারণ, তিনি এই প্রথম একটি ভূতের চরিত্রে অভিনয় করেছেন। শুধু তাই নয়, একটি ‘ সেক্সি’ ভূতের চরিত্রে এবং তাঁকে নিয়েই গল্পটা গড়ে উঠেছে।  সিনেমার নাম, ‘ চিকাটি গাডিলু চিঠাকোটুন্ডু’। তেলেগু সিনেমায় কাজ করে বেশ উচ্ছ্বসিত সায়ন্তনী। এখানেই শেষ নয়, তেলেগু ইন্ড্রাস্টির ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তাঁদের কাজের ধরন তাঁর বেশ পছন্দ হয়েছে । ইতিমধ্যে আরও একটি দক্ষিণী সিনেমার প্রস্তাবও পেয়েছেন বলে জানা গিয়েছে। গল্পটিতে দেখা যায় দুই যুগল জুটি ছুটি কাটাতে গিয়ে আটকে যায় একটি ভৌতিক বাড়িতে।  সেখানে তারা একটি সেক্সি ভূতের পাল্লায় পরে। তারপর গল্প আস্তে আস্তে অন্যদিকে মোড় নেই।  সায়ন্তনী আটপৌরেকে জানালেন , ‘’ আমাকে অনেকেই সোশ্যাল মিডিয়ায় মেসেজ করে এই সিনেমার ব্যাপারে জানিয়েছেন! তাঁদের আমার চরিত্রটাও ভাল লেগেছে।‘’ ‘’ আপনাকে কেউ যদি রিয়েল লাইকে সেক্সি বলেন, সেটা আপনি কীভাব...

হেমন্তের উষ্ণ পরশ মিশিয়ে তালমায় ফিরল রোমিও জুলিয়েট, ঠোঁটে ঠোঁটে ' ফুল বডি রিলাক্স'

  আদিত্য ঘোষ, কলকাতাঃ বাংলার রোমিও জুলিয়েটরা দর্শককে রাত জাগিয়ে ওয়েব সিরিজের প্রতিটা পর্ব দেখতে বাধ্য করেছে। শুধু তাই নয়, দুই নবাগত অভিনেতা অভিনেত্রী  বাংলা সিরিজের মুখ্য চরিত্র হয়ে উঠেছে। বাংলা বাজারে ভাল সিনেমা বা ওয়েবের কদর আরও একবার চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছে পরিচালক অর্পণ গড়াই। ক্যামেরার পিছনে এবং সামনে আরও একবার উজ্জ্বল ভূমিকার অবতীর্ণ হয়েছেন বাংলা সিনেমার  'ডন' অনির্বাণ ভট্টাচার্য। তবুও তালমার রোমিও এবং জুলিয়েট যথাক্রমে দেবদত্ত এবং হিয়া বাঙালি দর্শক মননে মিষ্টি প্রেমের উপাখ্যান হয়ে থেকে যাবে চিরকাল। যেখানে একটা সহজ সরল প্রেমকে স্রেফ টুকে দেওয়া হয়েছে সিনেমার পর্দায়। কোনও বাড়তি অলঙ্করণ নেই। কোনও উপমা-উপঢৌকন নেই। স্রেফ জীবনকে পর্দায় দেখালে যেমন মনে হয় ঠিক সেইরকম।  অভিনেতা দেবদত্ত রাহার হাতেখড়ি থিয়েটারের অভিনয় দিয়ে। তবে এই মুহূর্তে তিনি মঞ্চ থেকে বহুদূরে। তিনি আটপৌরেকে ফোনে জানালেন যে, ' থিয়েটার ছেড়েছি প্রায় তিন বছর, এখন বড় পর্দায় কাজ করার জন্য মুখিয়ে আছি। বেশ কিছু সিরিয়ালের প্রস্তাব পেলেও এই মুহূর্তে সিনেমা বা ওয়েব সিরিজের অভিনয়ের জন্যই ফোকাস করছি।' মফঃস...

রোগ চিনে নেওয়ার বিভিন্ন উপায় বাতলে দিচ্ছেন ডাক্তার সোমনাথ বিশ্বাস

হৃদয়ঘটিত বিভিন্ন রোগের অশনিসংকেত বুঝবেন কী করে-( পর্ব ১) খাই খাই বাঙালির বুকে ব্যথা হবে না, এও কি সম্ভব? যুগে যুগে বাঙালি জাতি নিজেরাই ডাক্তারি করে মোটামুটি বুঝে নিয়েছে বুকে একটু-আধটু ব্যথা মানেই ওটা গ্যাসের সমস্যা। আসলে বাঙালি জাতি এটা মানতেই অস্বীকার করে যে বুকে ব্যথা হৃদয় ঘটিত বিভিন্ন কারণে হতে পারে। সেটা অনেক সময় হার্ট এট্যাক এর লক্ষণও হতে পারে। উঁহু, অযথা ভয় পাওয়ার জন্য নয় এই লেখা নয়। উপরন্তু এই লেখা শুধুমাত্র একটা প্রাণ বাঁচানোর জন্য। তবে ডাক্তার বাবু বিশ্বাস মহাশয় কফি খেতে খেতে কহিলেন, " আধুনিক জীবনে আমি একটা স্মার্ট ওয়াচ ব্যবহার করতে পারলে, বুকে হঠাৎ ব্যথা হলে একটা ইসিজি করিয়েও দেখতে পারি। আমরা যদি বুকে ব্যথা ব্যাপারটা চেপে যায় তাহলে আর কি আধুনিক হলাম, তাহলে চিকিৎসা বিজ্ঞানের এত উন্নতি হয়ে লাভ কোথায়?" কফির কাপে চুমুক দিয়ে ডাক্তার বিশ্বাস আরও জানালেন যে, " আমাদের বুঝতে হবে চিকিৎসা বিজ্ঞান অনেকটা এগিয়েছে, তার সঙ্গে আমাদেরও এগোতে হবে। বুকে ব্যথা মানেই গ্যাস এবং সঙ্গে সঙ্গে একটা গ্যাসের ওষুধ খাওয়া মানেই সমস্যার শেষ এটা ভাবা একদমই বুদ্ধিমানের কাজ হবে না।" একটু...