আর্জির
আর্তনাদ
সায়র ব্যানার্জী
ফাঁকা
টানেলের পথ চিরে চলে
গেল রাতের মদ্দ লোকাল
প্রথমে
ইঞ্জিন।তারপর
ন-নটা বগি ঢুকিয়ে
দিল টানেলের ভিতর
ঘুমে মরা শহরে কোন
সিগনাল মানার কোন প্রয়োজন
নেই
টানেলের
আর্জি কোন ট্রেনই শোনেনা
কখনো।
চেরা পথ আরো চিরে।কিছুক্ষনের
ব্যাপার
তারপরই
অন্ধকার থেকে রক্তের এক
ক্ষীনধারা বেড়িয়ে ভেজায় শহুরে
পথ
আর কয়েকফোটা অস্রুজল চুঁইয়ে পড়তে থাকে।টানেলের
ছাদ বেয়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন