॥ দূর থেকে ॥
….............................................................
আর একটিবার কী আসতে পারিস ফিরে...
হতে পারিস মুখোমুখি আমার?
চিঠির উত্তর পেলাম "আসব"।
অকস্মাৎ সাড়া পাবো ভাবিনি কখনো
রবীন্দ্রসরোবরে এক নীলচে বিকেলে...
৯০এর সেই তুই, আটপৌরে সাজে...
এলগিন রোডের মামুলি শাড়িখানা পরে…
এলি আঁচলে জড়ানো প্রেমটুকু নিয়ে ।
অবাধ্য চুলের ঝাপটায় স্তব্দ হল সব ।
কুন্দন টিপ, কাঁকনের আওয়াজ পেলাম
কাজলের মায়াবী আবেশ আর
সিক্ত ঠোঁটের হাসি, ম্লান গোটা পৃথিবী ।
গড়িয়া থেকে কেনা চামড়ার জুতোয়
হেঁটে আসার পাতা মোরানো শব্দ ।
রেলিং এর পাশে বৃদ্ধ গাছটার নীচে....
"বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে"
"কবিগুরু", সে তো আড়ালেই থাকবে...
আমি আসতে পারলাম না সামনে ।
অনুভব হল সবটা "দূর থেকে"
দেখলাম প্রজাপতির রঙ...
শান্ত হল শেষবারের মত, থামল ঝড়
ফিকে রামধনু রঙ্গীন হল মুহূর্তে ।
চেনা মানুষটিকে লাগছে কেন অচেনা
পথ ধরে ফিরে যাব অনেক দূরে এবার ।
আর একটিবার কী আসতে পারিস ফিরে...
হতে পারিস মুখোমুখি আমার?
চিঠির উত্তর পেলাম "আসব"।
অকস্মাৎ সাড়া পাবো ভাবিনি কখনো
রবীন্দ্রসরোবরে এক নীলচে বিকেলে...
৯০এর সেই তুই, আটপৌরে সাজে...
এলগিন রোডের মামুলি শাড়িখানা পরে…
এলি আঁচলে জড়ানো প্রেমটুকু নিয়ে ।
অবাধ্য চুলের ঝাপটায় স্তব্দ হল সব ।
কুন্দন টিপ, কাঁকনের আওয়াজ পেলাম
কাজলের মায়াবী আবেশ আর
সিক্ত ঠোঁটের হাসি, ম্লান গোটা পৃথিবী ।
গড়িয়া থেকে কেনা চামড়ার জুতোয়
হেঁটে আসার পাতা মোরানো শব্দ ।
রেলিং এর পাশে বৃদ্ধ গাছটার নীচে....
"বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে"
"কবিগুরু", সে তো আড়ালেই থাকবে...
আমি আসতে পারলাম না সামনে ।
অনুভব হল সবটা "দূর থেকে"
দেখলাম প্রজাপতির রঙ...
শান্ত হল শেষবারের মত, থামল ঝড়
ফিকে রামধনু রঙ্গীন হল মুহূর্তে ।
চেনা মানুষটিকে লাগছে কেন অচেনা
পথ ধরে ফিরে যাব অনেক দূরে এবার ।
আমার সেই
বনেদী পাড়ার
ইটের ঘরে
তার আর পর নেই.....
"আজ বড় সুন্দর লাগছে”,বলা হল না তোকে.....
চলি । একবার কুমোরটুলি ঘুরে যাব ভাবছি
"মায়ের কাঠামোয় মাটি পড়েছে যে"
তবে আজও নিয়ে যাব না কিছুই...
শুধু ছেড়ে গেলাম ক্ষণিকের চাওয়া পাওয়া॥
...................................................................
তার আর পর নেই.....
"আজ বড় সুন্দর লাগছে”,বলা হল না তোকে.....
চলি । একবার কুমোরটুলি ঘুরে যাব ভাবছি
"মায়ের কাঠামোয় মাটি পড়েছে যে"
তবে আজও নিয়ে যাব না কিছুই...
শুধু ছেড়ে গেলাম ক্ষণিকের চাওয়া পাওয়া॥
...................................................................
-সৌভিক (SOUVIK MONDAL)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন