একটা অন্য জীবনের স্বাদ , পোড়া রুটি
বাসন আর কফি
কোথাও গিয়ে হিসেব মিলল না ।
বৃষ্টি ঘুড়ি ফাঁকা ছাদ । আমার উদাসী
কার্নিশ
আমার ধেউ , তোর মিথ্যে ,কালির গন্ধ
, হা –হা –হি – হি এবং অনান্য
জটিল উপপাদ্য , বোরিং ক্লাস । কুচুটে
সেমিস্টার
আমার গল্প তোর সার্কাস , তোর ঘুম আমার
থিয়েটার ।
অল্টারনেটিভ প্রেম , লেখা আর মুচমুচে
কষ্ট ।
আমার আকাশ তোর রোদ , তোর বিকেল আর আমার
সিগারেট
এসব শব্দের ভিড়ে লুকোনো হিসেব ।
ওরা কবিতা নয় ।
ওরা হারিয়ে যাওয়ার কিছু গান ।
তুইও হারিয়ে যাবি ওই গলিতে ……।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন