ফিরে তাকাইনি কাল।
পিছুটান
ছিলো না তো,
তাই।
কিন্তু
আজকে একটা টান লাগছে --
মনে মনে।
স্পষ্ট কোনো উত্তর
পাচ্ছি না ।
সব 'তুমি'ই সব
'তোমাকে' পেতে চাইছে,
খাতা-পেন্সিল নেই,
তাই,
হিসেব
কষতে পারছি না।
শুধু একটা গন্ধ পাচ্ছি,
পস্তানোর
গন্ধ।
ইচ্ছে
গুলো বড্ড বেশি রকমের
বাড়াবাড়ি করছে।
এবার সোজা হাঁটতে হবেই।
কিন্তু...
আজকেই
একটা টান লাগছে...
পিছুটান...
মনে মনে...।।
---------------> অরুনিমা

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন