কল্পনা
----------------------------------
তোমার
ডাকে জেগে উঠি রোজ
ভোরে-
স্পর্শে
আবার রাত্রে ঘুমিয়ে পড়ি।
মেঘের
বুকে আলোর পালটি তুলে
সারাটি
দিন তোমার নৌকো চড়ি।
নৌকো ভাসাও রঙীন নদীর
জলে
স্বপ্নে
সে রঙ জাগায় প্রিয়ের মুখ,
রোজ রাত্তিরে ঘুমোতে যাবার আগে
সেই তো আমার একটিমাত্র
সুখ!
তোমার
স্পর্শে ভোরবেলা হলে শুনি
আকাশ আলোয় গাছে গাছে
পাখিডাক।
সন্ধ্যাবেলায়
ঝাউবনে ওঠে হাওয়া
ঘরে ঘরে বাজে হাজার
হাজার শাঁখ।
বাঁশি
শুনি ঐ বর্ষা ধূসর দিনে-
তুমি এঁকে দাও বৃষ্টিতে
যত গান।
মেঘ সরে গেলে বাইরে
বেরিয়ে দেখি
পাতায়
পাতায় আলো আঁকে অভিমান।
আমায় আঁকড়ে গাছ হয়ে
আছো তুমি
শিকড় নামছে আমার শরীর
ধরে!
শিরায়
শিরায় টের পাই নিঃশ্বাস;
জুড়ে আছি ঠিক আমরা
পরস্পরে।
কাল সারারাত এইসব কথা ভেবে-
ভোর হয়ে আসে;আমি
জেগে থাকি একা।
তুমি কাছে নেই,ঠোঁটে
লেগে আছে স্মৃতি
করতলে
আজ সুখের অতীত রাখা।
সর্বজিত
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন