kobita...................... by nilanjan
কোনও কোনও শব্দ হঠাৎ চলতে চলতে
থেমে যায়... ভয় হয়...
পৃথিবীটা হঠাৎ খুব ছোটো মনে হয়,
খুব
অচেনা...
দহন পার হয়ে তবু বৃষ্টি নামে,
বৃষ্টি ঝরে...
বৃষ্টি বৃষ্টি, এবং এক চিলতে ঝর...
সমস্ত ভাসিয়ে নেবে বলে... সব ?
কে জানে... ঝড় কি সব ভাসিয়ে নেয় ?
তবে আবার ফিরে আসে কেন ?
এই "কেন" শব্দটার কোনো উত্তর হয় না...
সত্যিই হয় না ।
কেউ সত্যিই জানে না কেন কেউ গণ্ডি পেরিয়ে পা রাখে...
কেন কেউ স্বেচ্ছায় হাত বাড়ায় আগুনে।।
প্রেম পবিত্র, ঝড় পবিত্র, তাই আগুনও...
একমাত্র ঝড় ছুঁয়ে যাওয়া মানুষ
জানে আগুন ছুঁয়ে যাওয়া শরীর...
আমরা এসব জানি না ।
আমরা দূরে দাঁড়িয়ে থাকি ।
আমাদের পুড়ে যাওয়ার সাহস নেই ।
ঝরে ভেঙ্গে যাওয়ার মতোও পেলব নই আমরা...
ভেঙ্গে যেতে যেতে গাছ বলে "লিখে রেখো"...
মানুষ বলে, পুড়ে যেতে যেতে "লিখে রেখো"...
আমরা শুনতে পাই...
একটা দিগন্তের পাড়ে সূর্য ওঠে...
আর আমাদের সাদা আকাশের পাতায়
একটা একটা করে আকাশ পেরিয়ে
একটা একটা করে শিশির ফোঁটা শ্বাস নেয়...
সবুজ... স্বপ্নগুলো একলা একলা ভিজে যায় গোপন,
ভিজে যায় চুপচাপ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন