সেদিন খুব জল জমেছিল কলেজ স্ট্রিটে
নস্টালজিক রাস্তার ধার ঘেঁষে একটা কোঠর একাকিত্বে দুজনে চায়ের ঠেকে কিছু বাস্তব -অবাস্তবের কাটাকুটি ,
ছাতা ছিল না,ছিল না কোনো আলো
ছিল কিছু এঁদো গলির পুরোনো অভ্যেস
একটা ছবির মত কালির নতুন গন্ধ
কিছু উড়ে আসা কালবৈশাখী
যেগুলো এখন জড়িয়ে রোদ ভেজা কার্নিশ
আমি পাহাড় ভালোবাসি,
এলোমেলো পথ বেয়ে চলা আমার স্বভাব
মাঝে মাঝে জমা জলের প্রতিচ্ছবি
আর উড়ন্ত চিলের স্বাদ এখন গোলাপি বাড়ি বেয়ে
মাঝে মাঝে কফি হাউসের পড়ন্ত বিকেল
সবই একই গল্পের মত পুরোনো
সবাই আসে আর যায়,তোরই মতন
হিসেব করা কোনো জ্যামিতিক উপপাদ্য
হারিয়ে যাবি ঐ সরু গলির কোনো সন্ধ্যেবেলায়
নস্টালজিক রাস্তার ধার ঘেঁষে একটা কোঠর একাকিত্বে দুজনে চায়ের ঠেকে কিছু বাস্তব -অবাস্তবের কাটাকুটি ,
ছাতা ছিল না,ছিল না কোনো আলো
ছিল কিছু এঁদো গলির পুরোনো অভ্যেস
একটা ছবির মত কালির নতুন গন্ধ
কিছু উড়ে আসা কালবৈশাখী
যেগুলো এখন জড়িয়ে রোদ ভেজা কার্নিশ
আমি পাহাড় ভালোবাসি,
এলোমেলো পথ বেয়ে চলা আমার স্বভাব
মাঝে মাঝে জমা জলের প্রতিচ্ছবি
আর উড়ন্ত চিলের স্বাদ এখন গোলাপি বাড়ি বেয়ে
মাঝে মাঝে কফি হাউসের পড়ন্ত বিকেল
সবই একই গল্পের মত পুরোনো
সবাই আসে আর যায়,তোরই মতন
হিসেব করা কোনো জ্যামিতিক উপপাদ্য
হারিয়ে যাবি ঐ সরু গলির কোনো সন্ধ্যেবেলায়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন