সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আজ আলোচনা করব একটু গম্ভীর অথচ খুব কমন সমস্যা নিয়ে  । বিষয় menopause। মেনোপজ হয়েছে বা হবে এমন মহিলাদের বেশ কিছু সাধারণ সমস্যা থাকে , পোস্ট মেনোপওজাল সিম্পটমসও পার করলেও সমস্যা পিছু ছাড়ে না , এসময় কিছু আরও অতিরিক্ত সমস্যা দেখা যায় । এটা অনেকেরই হয় , মেনোপজ না হলেও হয় , আজ তাই সময় নিয়ে গুছিয়ে পোস্টটা দিচ্ছি । 

ওহ্ হ্যাঁ ,  আজ আর একটা contemporary সমস্যার কথা বলব, হতে পারে সায়াটিকা , যার ডায়েট চার্ট আমি বানিয়ে দিয়েছি , ওবেসিটিতেও কাজ করবে । ওটাও এখানে জুড়ে দেবো ।

সাধারণ সমস্যা---

১) পেলভিক মাসল স্টীফনেস -

 এটা হয় অনেকের । পেট যেন নড়ছেই না , অচল স্থির হয়ে গেছে । গ্যাস হয়নি, তাও পেটটা শক্ত । আবার কোমরের নীচে হাড়গুলোও নড়েনা বিশেষ ।
মেনোপজের পর হলে তো এর কারন ইস্ট্রোজেনের অভাব । আর তাছাড়া আগেও হয় , ওবেসিটির জন্য । পেলভিক গার্ডলটায় আছে তিন ভাই , একে অন্যের হাত ধরেই তো গার্ডলটা তৈরী করেছে , ইলিয়াক-ইশ্চিয়াক-পিউবিস , এ তিনটে হাড় । এরা বয়স বাড়ার সাথে সাথে দুর্বল হয় , মবিলিটি হারায় , এটাও কারন । আর ওবেসিটি হলে তো কথাই নেই, ও ব্যাটা সব দুর্ভোগের কারন । মায়োএপিথেলিয়াল অ্যডিপোজ, মাসলের আশপাশ জুড়ে জমে যায় , এটা কারন ।
উপশম কী? আপনার সায়াটিকা জাতীয় প্রবলেম না থাকলে আপনি লোয়ার লিম্ব ফ্রী হ্যান্ড করুন । শরীরচর্চাবিদ বিজ্ঞজনেরা আদর করে এক একটা নামে ডাকে তাদের । । যাক গে, আপনারা লোয়ার লিম্ব এক্সারসাইজ গাইড ইউটিউবে পেয়ে যাবেন । ওগুলো করুন । মদ্দাকথা হিঞ্জলিম্বসহ সবকিছুকে সচল সবল রাখতে হবে ।

৩) হাইপারথারমালহাইপারসেনসিটিভিটি টপিকাল রিয়্যাকশন, বা পলিমরফাস লাইট ইরাপশান--

 এটা হল ত্বক তাপের প্রভাবে বা সূর্যের আলোর সংস্পর্শে এলে মারাত্মক চুলকায় , এটা মেনোপজের পর তো হয়ই , আগেও তো হয় । ত্বক অতিরিক্ত তাপের প্রভাবে সংবেদনশীল হয়ে নিজেই অ্যালার্জেন তৈরী করে নিজেই রিয়্যাক্ট করছে , ঐ বাংলায় যাকে বলে "নিজেই নাচে নিজেই গায়"....
 আপনি এরকম ঘামবিহীন বা কম ঘামযুক্ত চুলকানি হলে যা করবেন -- শিগগির গিয়ে ঠান্ডা জলধারায় দাঁড়িয়ে পড়বেন । ত্বকের তাপমাত্রা কমে গেলেই চুলকানি কমে যাবে ।
আর যদি ফটোঅ্যালার্জী হয়, মানে সূর্যের আলোর প্রভাবে অ্যালার্জী,এটা অনেকসময় পলুশ্যনের জন্য বাড়তে থাকা ইউভি সেনসিটিভিটির জন্যও হয় বা সূর্যের আলোর জন্য হাইপারফটোজেনিক রিয়্যাকশনের জন্যও হয়, কারন যাই হোক, ফল একই, এক্ষেত্রে যা করবেন , পরিষ্কার সাদা ফিনফিনে কাপড়ে বাড়ী থেকে বেরোনোর আগে কাপড়টা জলে ভিজিয়ে গায়ে স্পঞ্জ করুন , শুকোলে ঐ কাপড়েই SPF30যুক্ত সানস্ক্রীন নিয়ে ঐ কাপড়টা গায়ে মুছুন , আবার ঐ কাপড় দিয়েই গায়ের উন্মুক্ত অংশ ঢেকে রৌদ্রে বেরোবেন।
প্রসঙ্গত, আপনার সানস্ক্রীন যত নামী আর যতই দামী হোক না কেন, সোজা বের করে গায়ে লেপতে শুরু করবেন না, ওটা নিয়ম না , সানস্ক্রীন ডিরেক্টলী স্কীনে অ্যাপ্লাই করা হয় না । যা বললাম , সুতির কাপড়ে নিয়ে সে কাপড় গায়ে মুছবেন। আর সেটাই গায়ে জড়িয়ে বেরোবেন ।

আর সায়াটিকার ডায়েটচার্ট দিচ্ছি আমি, ওবেসিটিও কমবাইনড করে বানিয়েছি, যা নিম্নরূপ---

১)  সদ্য মেনোপজ হয়েছে এমন ক্ষেত্রে  পলিমরফিক লাইট অ্যালার্জী বা ফটোঅ্যালার্জী দেখা দেয় বেশী । এ অবস্থায় সায়াটিকার হিষ্ট্রিও থাকলে যা যা নেবেন না , তা হল স্ট্রিক্টলি--
*tetracyclineজাতীয় antibiotics নেবেন না ।
*ketoprofen জাতীয় analgesic নেবেন না ।
*সালফা বেসড ড্রাগ নেবেন না ।

যা করবেন- রোদে বেরোবার আগে সাদা কাপড়ে ভালো করে এক্সপোশনগুলো ঢাকবে । SPF30 এর সানস্ক্রীন লাগাবে ।

diet চার্ট -
১) ফাইবারসমৃদ্ধ ফল ও সবজী--বেদানা , আপেল , লেনটিল,ব্ল্যাকবীনস , ব্রাউন রাইস ।

২) ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার- দুধ নয় কিন্তু দুধজাত সব । সী ফুড । মাছ,মাংস,আপেল,কলা ।

৩)ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার- ওয়ালনাট ও flaxseed ..

৪) রেটিনলযুক্ত খাবার-- গাজর,পালং,ফর্টিফায়েড মার্জারিন,আপেল ।

৫) অ্যাসকরবিক অ্যাসিড যুক্ত খাবার- সব রুটেসী ও সিট্রাস ফল, আনারস, রাঙালু, ব্রকলী, বাঁধাকপি ।

৬)B6 যুক্ত খাবার- সয়াপ্রোটিন,কলা,ওয়ালনাট ,টমেটো,পীনাট বাটার,পালং ।

৭)B9যুক্ত খাবার- মাশরুম,লিভার,অরেঞ্জ , অ্যাভোকাডো ।

৮) পটাশিয়ামসমৃদ্ধ খাবার- হোয়াইট বীন,কলা,অ্যাপ্রিকট , সব সবুজ সবজী ।

যা যা খাবেননা-
১)হোয়াইট ব্রেড , সাধারন ভাত, লো ফাইবার সিরিয়াল ।
২) অ্যাডেড সুগার আছে এমন খাবার- সব আর্টিফিশিয়াল মিষ্টি আছে এমন খাবার ।
৩) ট্রান্স ফ্যাট আছে এমন খাবার- হাইড্রোজেনেটেড ভেজি অয়েলে ভাজা খাবার ।

মন্তব্যসমূহ

  1. Khub bhalo information...India te menstruation topic ta ekhono social taboo..onek mohila menopause er por depression e thaken ..family er support khub dorkar.ar health professionals dat niyomito e bepare educational program kora uchit.

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভূতে ভয় পেলেও, ‘ সেক্সি ভূত’-এর চরিত্রে অভিনয় করতে ভয় পাননি সায়ন্তনী

টলিউড ডিভা সায়ন্তনী গুহঠাকুরতা ডেবিউ করে ফেললেন দক্ষিণী সিনেমায়। যদিও কিছুদিন আগেই তিনি আটপৌরেকে সে ব্যাপারে জানিয়েছিলেন। কিন্তু সম্প্রতি এই হোলিতে সিনেমাটি রিলিজ করার পর থেকেই তিনি খবরের শিরোনামে। যদিও তার কারণ, তিনি এই প্রথম একটি ভূতের চরিত্রে অভিনয় করেছেন। শুধু তাই নয়, একটি ‘ সেক্সি’ ভূতের চরিত্রে এবং তাঁকে নিয়েই গল্পটা গড়ে উঠেছে।  সিনেমার নাম, ‘ চিকাটি গাডিলু চিঠাকোটুন্ডু’। তেলেগু সিনেমায় কাজ করে বেশ উচ্ছ্বসিত সায়ন্তনী। এখানেই শেষ নয়, তেলেগু ইন্ড্রাস্টির ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তাঁদের কাজের ধরন তাঁর বেশ পছন্দ হয়েছে । ইতিমধ্যে আরও একটি দক্ষিণী সিনেমার প্রস্তাবও পেয়েছেন বলে জানা গিয়েছে। গল্পটিতে দেখা যায় দুই যুগল জুটি ছুটি কাটাতে গিয়ে আটকে যায় একটি ভৌতিক বাড়িতে।  সেখানে তারা একটি সেক্সি ভূতের পাল্লায় পরে। তারপর গল্প আস্তে আস্তে অন্যদিকে মোড় নেই।  সায়ন্তনী আটপৌরেকে জানালেন , ‘’ আমাকে অনেকেই সোশ্যাল মিডিয়ায় মেসেজ করে এই সিনেমার ব্যাপারে জানিয়েছেন! তাঁদের আমার চরিত্রটাও ভাল লেগেছে।‘’ ‘’ আপনাকে কেউ যদি রিয়েল লাইকে সেক্সি বলেন, সেটা আপনি কীভাব...

পুজো মিটলে কী করে থাকবেন ফিট, উপায় বাতলে দিলেন বিশিষ্ট পুষ্টিবিদ এবং যাপন সহায়ক ডাক্তার অনন্যা ভৌমিক

  আশ্বিনের শারদপ্রাতে বাঙালির পাতে ভরে উঠেছে হরেক রকমের খাবার। ঠাকুর দেখার সঙ্গে হরেক রকমের খাবার খেতেই হবে। রোল, চাউমিন, মোগলাই, চাইনিজ, বিরিয়ানি, ফুচকা এবং আরও কত কী! সারাবছর যারা শরীরচর্চায় মেতে থাকেন, খুব নিয়ম করে খাবার খান তারাও এই সময়টা একটু বেনিয়ম হয়ে পড়েন। তবে কুচ পরোয়া নেহি, পুজো মিটলেই আবার কী করে নিজের শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে আনবেন সেই কথায় আটপৌরেকে জানালেন বিশিষ্ট পুষ্টিবিদ এবং যাপন সহায়ক ডাক্তার অনন্যা ভৌমিক।  ১) পুজো মিটলেই আমাদের ফিরতে হবে আবার স্বাভাবিক জীবনে।  তাই পুজোর হ্যাংওভার কাটিয়ে নিতে ভীষণভাবে দরকার পড়বে প্রচুর পরিমাণ জলের। জল শরীরের বিষক্রিয়া দূর করতে সাহায্য করে। শরীরের প্রয়োজন মতো দিনে অন্তত তিন থেকে চার লিটার জল খেলে শরীর সুস্থ থাকবে। তবে যাদের বেশী জল খাওয়া বারণ আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া বাকিরা দিনে চার লিটার পর্যন্ত জল পান করলে শরীরের স্বাভাবিক কার্যকলাপ নিয়ন্ত্রিত থাকবে।  ২) মরশুমি ফল খাওয়ার অভ্যাস করুন। এছাড়াও নিয়মিত শাকসবজি খেতে হবে। ফল এবং শাকসবজিতে প্রচুর পরিমানে ফাইবার এবং আন্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরকে আবার স...

পনেরো মিনিটেই ফিট থাকার রহস্য, উপায় বাতলে দিলেন যোগগুরু

  আটপৌরের নিজস্ব প্রতিবেদন, নৈহাটিঃ  শরীরকে মন্দিরের আখ্যা দেওয়া হয়। আর সেই শরীরকে সর্বদা ঠিক রাখতে আমরা কত পন্থায় না অবলম্বন করে থাকি। আজকাল ইঁদুর দৌড়ের যুগ, আর এই যুগে সময় পাওয়া একটা বিরাট চ্যালেঞ্জিং বিষয়। সময় বের করে শরীর চর্চা করার মতো সময় আমাদের কতজনের হাতেই বা আছে? মনের সুখে ছুটির দিন হাঁটলেই কি আমাদের শরীর ঠিক থাকবে নাকি সপ্তাহে প্রতিদিন জিমমুখী হতেই হবে ? যেমন আইটি সেক্টরে কর্মরত পার্থ সারথী চক্রবর্তী সোম থেকে শুক্র অবধি দম ফেলার সময় পায় না, অথচ কিছুদিন হল সে ঘাড়ের ব্যথায় কাবু। আবার সদ্য বিয়ে করা কৌশিক ভট্টাচার্য ইদানীং অফিস ফেরত সস্ত্রীক হাঁটতে বেরিয়ে নিজেকে ফিট ভাবছেন অথচ গত তিনমাসে তার দশ কেজি ওজন বৃদ্ধি পেয়েছে। তবুও সে নিরুপায়, অফিস ফেরত ছাড়া তার সময় নেই। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে শরীর চর্চা আর হবে না। এই সময়ের অভাব অনেকেরই তা বলে কী শরীর সে কথা শুনবে। শরীরে বাসা বাঁধছে জটিল রোগ। দিনের পর দিন ওষুধ খেয়েও সেই রোগ সারছে না। তবে ইচ্ছে থাকলে উপায় আছে, বলছেন বিশিষ্ট যোগ গুরু রাহুল তিওয়ারী। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন যে খুব স্বল্প সময়ে ফিট থাকার জন্য কিছু প...