অভিনেত্রী সংকলিতা রায়/ সাক্ষাৎকার- আদিত্য
অভিনেত্রী সংকলিতা রায় খুব সোজাসাপটা
এবং সিলেকটিভ। মাত্র একবার কথা বলেই অভিনেত্রীকে এমন তকমা না দিয়ে পারলাম
না! পরিচয়টা হয়েছিল যদিও একটি সিনেমার সূত্র
ধরে। তাই ফোনটা পেয়ে একবারেই চিনতে পারলনে। প্রথমেই জিজ্ঞাসা করলাম, “ মডেলিং থেকেই কী অভিনয়ে আসা ? “অভিনেত্রী জানালেন, “হ্যাঁ! মডেলিং করতে করতে সিনেমা, যদিও মাঝের একটু সময়ে থিয়েটার করেছি। তারপর আবার সিনেমা।''
অভিনেত্রীকে একটু থামিয়ে জিজ্ঞাসা করলাম, “ এর মাঝে আর অন্য কিছু করেননি “ অভিনেত্রী জানালেন, “একটি নিউজ চ্যানেল থেকে সঞ্চলনার অফার এসেছিল, কিন্তু বিভিন্ন কারণবশত সেটা আর করা হয়নি।''
অভিনেত্রী সংকলিতা রায় রবীন্দ্রভারতী
বিশ্ববিদ্যালয় থেকে গান নিয়ে পড়াশুনা করেছেন। প্রায় কলেজ লাইফ থেকেই মডেলিং করছেন। সময় পেলে এখনও গান নিয়ে মেতে ওঠেন। তাই জিজ্ঞাসা করলাম, “কোন কোন বাদ্যযন্ত্র বাজাতে পারেন? ‘’ অভিনেত্রী জানালেন, “আমি হারমোনিয়াম আর তানপুরা বাজাতে পারি। সময় পেলে বাজায়ও।''
অভিনেত্রী সংকলিতা, প্রভাত রায়ের ‘হ্যাংওভার’, সুমন মুখোপাধ্যায়ের ‘শেষের কবিতা’, প্রেমাংশু রায়ের ‘কাটাকুটি’, আশিষ রায়ের “ক্লাসমেট”, সুমন অধিকারীর ‘ বছর তিরিশ পর' এবং 'রান্নাবুড়ি' এবং আরও অনেক সিনেমায়
অভিনয় করেছেন।
অভিনেত্রীকে জিজ্ঞাসা করলাম,” ছোট থেকেই কি
অভিনয় করবেন বলে ভেবেছিলেন ?’’ সংকলিতা জানালেন,’’ না! আমি জীবনে প্ল্যান করে
কিছুই করিনি!’’
“ এতদিন ইন্ড্রাস্ট্রিতে আছেন,
কোনওদিন কম্প্রমাইসের শিকার হয়েছেন ?’’
অভিনেত্রী একটু থেমে বললেন, “ না হয়নি! তবে অনেক ইশারা, ইঙ্গিত পেয়েছি এবং
সেইগুলোর থেকে সরেও এসেছি।''
অভিনেত্রীকে এবার জিজ্ঞাসা করলাম,”মিষ্টি
খেতে ভালবাসেন ?” অভিনেত্রী সরাসরি জানিয়ে দিলেন, “ একদমই না!” অভিনেত্রীকে একটু থামিয়ে
জিজ্ঞাসা করলাম,’’ আপনি কি খুব হেলথ কনসাস ?’’ ফোনের ওপার থেকে হাসির শব্দ পেলাম। হাসতে
হাসতে অভিনেত্রী জানালেন, “ আমি আত্মতুষ্টিতে বিশ্বাসী। যখন যেটা ভাল লাগে, তখন সেটা
খায় তবে আইসক্রিম খেতে বেশ ভাল লাগে।''
“পাহাড় না সমুদ্র, কোনটা বেশি ভাল লাগে
?” সংকলিতা জানালেন, “ অবশ্যই পাহাড়। সমুদ্র আমার মোটেও ভাল লাগে না।‘’“অবসর সময়ে কীভাবে কাটান ?” সংকলিতা
জানালেন, “ আমি বই পড়তে আর সিনেমা দেখতে ভালবাসি।''
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন