আবার ফিরে দেখাঃ বছর তিরিশ পর- আদিত্য
এই ইমেলের যুগে
‘চিঠি' শব্দটাই
প্রায়
বিলুপ্তির
পথে। শুধু চিঠি
নয়, চিঠির
সঙ্গে
যুক্ত
বাঙালির
সব
নস্টালজিয়াও
এখন
ফ্যাকাসে। পিওনদের এখন
প্রায়
দেখা
পাওয়া
যায়
না। পোস্ট অফিসগুলো
এখন
হেরিটেজ
হাউসের
তকমা
পাওয়ার
অপেক্ষায়
দিন
গুনছে। ঠিক এমন
এক
রোদ-বৃষ্টির
সময়ে
পরিচালক
সুমন
অধিকারী
আবার
মনে
করিয়ে
দিতে
চলেছেন
বাঙালির
সেই
ঝকঝকে
নস্টালজিয়া,
তাঁর
আগামী
স্বল্প
দৈর্ঘ্যের
সিনেমার
মাধ্যমে।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘চিঠি' অবলম্বনে
তৈরি
হয়েছে,‘বছর
তিরিশ
পর'। ‘র্যাট রেস ফ্রেমস' প্রযোজিত এবং জিও বাংলার সহযোগিতায় তৈরি হয়েছে এই সিনেমাটি। এই সিনেমায় অভিনয় করেছেন, আরজে
রয়, সংকলিতা রায় সহ
প্রমুখ
অভিনেতা-অভিনেত্রী। বহরমপুর থেকে
১০
কিমি
ভেতরে
জয়কৃষ্ণপুরে
এই
সিনেমার
শুটিং
হয়েছে।
সিনেমার একটি দৃশ্যে অভিনেতা আরজে রয়
অভিনেতা রয়ের
সঙ্গে
কথা
বলে
জানা
গেল
শুটিং
এর
কিছু
মজাদার
কথা। অভিনেতা জানালেন, ‘আমাদের
একটি
দৃশ্যের
জন্য, গরুর
গাড়ির
প্রয়োজন
ছিল। তবেগরুর
গাড়ি
না
পাওয়াতে
অবশেষে
মোষের
গাড়ি
ব্যবহার
করা
হয়।'
অভিনেত্রী সংকলিতা অভিনয়ের
পাশাপাশি
সিনেমার
স্ক্রিপ্টও
করেছেন। অভিনেত্রীর সঙ্গে
কথা
বলে
জানা
গেল, এই
সিনেমার
অনেক
দৃশ্যে
‘ন্যাচারাল
লাইটস' ব্যবহার
করা
হয়েছে।
অভিনেত্রী সংকলিতা
গল্পের মূলে রয়েছে
একটি
চিঠি। যেটা আজ
থেকে
বছর
তিরিশ
আগে
ডাকযোগে
আটকে
ছিল। সেই চিঠি
হঠাৎ একদিন পিওন এসে দিয়ে গেল। সেই চিঠি ঘিরেই গড়ে উঠেছে
বাকি সিনেমার প্লট।
পরিচালক সুমন অধিকারীর
সঙ্গে
কথা
বলে
জানা
গেল, তিনি
এই
সিনেমাটির
ব্যাপারে
খুব
আশাবাদী।আর কয়েক মাসের
মধ্যেই
বিভিন্ন
ডিজিটাল
প্লাটফর্মে
দেখতে
পাওয়া
যাবে
এই
সিনেমা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন