জামাইষষ্ঠীর দিন সামনেই! অনেকে তো প্ল্যানিং শুরু করে দিয়েছেন। শাশুড়িরা তো জামাইদের কীভাবে পেটপুজো করাবেন, সেই ভাবতে ব্যস্ত! কিন্তু নৈহাটি অ্যাসস্থেটিকস -হাত বাড়ালেই বন্ধু- দ্য লোহাঘাট পার্ক এসোসিয়েশন একটু অন্য উদ্যোগ নিতে চলেছে আগামী ১৯ জুন।
নৈহাটি অ্যাসস্থেটিকস -হাত বাড়ালেই বন্ধু- দ্য লোহাঘাট পার্ক এসোসিয়েশন এর উদ্যোগে অসুস্থ নাট্যকর্মীদের সাহায্যার্থে 'বাঙালীয়ানার উদযাপন'। ১৯ জুন'১৮। মঙ্গলবার।সন্ধ্যে ৬টা থেকে নৈহাটি ঐকতানে এই অনুষ্ঠানে নাট্য প্রযোজনা 'কপাল' পরিবেশন করতে আসছে,সুদূর ঢাকা বাংলাদেশের কাব্য বিলাস নাট্যগোষ্ঠীর ১২জন নাট্যশিল্পী।এছাড়া এপার বাংলা থেকে থাকছে উজাগরের 'এমনও বসন্ত দিনে' এবং এথিনিয়া'র নৃত্যনাট্য। সঙ্গীতে থাকছে 'ই.প.কা' এবং সৌনক নন্দী।নাচ -গান- নাটক নিয়ে এক জমজমাট সন্ধ্যা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৈহাটি পৌরসভার সম্মাননীয় পৌরপ্রধান শ্রী অশোক চট্টোপাধ্যায় এবং বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন বারাকপুর মহকুমার তথ্য আধিকারিক শ্রী পল্লব পাল। এছাড়াও উপস্থিত থাকবেন সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা।
যোগাযোগ- শমিত কুমার ঘোষ(৮৯১০০২৯০৫৫)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন