--------------------------------------------------------------------------------------------------------by Animikh
যাদের পুঁজির জোর নেই তাদের কাছে ইউটিউব হল এক অমূল্য প্ল্যাটফর্ম নিজের কাজ বৃহত্তর নেটপাগল জনতার কাছে পৌঁছে দেওয়ার । বাংলা সিনেমার হাল হকিকত সম্মন্ধে আমরা সবাই অল্পবিস্তর ওয়াকিবহাল, সেরাম নামকরা পরিচালকের ছবি কিম্বা জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি না হলে কেউই হলমুখো হচ্ছেন না । এ হেন অবস্থায় শর্ট ফিল্ম জিনিসটা ধীরে ধীরে জনতার কাছে জনতার কাছে জনপ্রিয় হয়ে উঠছে, এর অনেকটাই কৃতিত্ব সুজয় ঘোষ-এর ওনার শর্ট ফিল্ম 'AHOLYA' চারিদিকে আলোড়ন ফেলে দিয়েছিল, ওই সিনেমাটাই বাঙালিকে আবার শর্ট ফিল্ম মুখো করে তোলে নতুন করে ।
আজকে আমরা কথা বলবো নবাগত পরিচালক সায়ন সেন এবং অয়ন রায়-এর ছোট ছবি 'বিষ্ফোরণ' নিয়ে । পুরস্কারপ্রাপ্ত এই ছবির পটভূমি আজকের ভারত এবং স্বাধীনতার ৭০ বছর পরেও আমাদের পরাধীনতা কে কেন্দ্র করে । সিনেমার চিত্রগ্রহণ ও পরিচালনা ভাল, কিছু কিছু জায়গায় গল্প খেই হারিয়ে ফেলে কিন্তু হাতের বাইরে চলে গেছে বলা যাবেনা । নবীন দুই পরিচালকের প্রচেষ্টা প্রশংসনীয়, কিছু কিছু জায়গায় একটি হিন্দি ছবির প্রভাব কিছুটা চোখে পড়েছে, ছবির শুরুর ১০ মিনিট অনবদ্য কিন্তু মাঝখানে বেশ খাপছাড়া এবং প্রবহমানতার অভাব স্পষ্ট । অভিনয় কিছু কিছু জায়গায় বেশ ভাল আবার কিছু কিছু জায়গায় একেবারে আনকোরা । গল্পটা ভাল হলেও সেটা সিনেমায় রূপান্তরিত আরও ভাল ভাবে করা যেত ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন