--------------------------------------------------------------------------------------------------------------------------------------Meghna
"আজ অফিস থেকে ফেরবার পথে বারান্দায় থাকিস, দেখবো, অনেকদিন দেখা হয় নি..."
"আমার বাড়ী ফিরতে লেট হবে,
হবে না ওসব ন্যাকামি...
পরে কখনো.."
হবে না ওসব ন্যাকামি...
পরে কখনো.."
"রেগে আছিস??"
"না"
"মিথ্যে বলে কি লাভ??
লুকোতে তো কিছু শিখলি না,
আবার তার চেষ্টা,
থাক বুঝেছি.."
লুকোতে তো কিছু শিখলি না,
আবার তার চেষ্টা,
থাক বুঝেছি.."
"আমার রাগের সাথে আদৌও কি কিছু বদলায়, বা বদলাতে পারে??"
"হুম,
কখনো অবশ্য ভেবে দেখিনি তো.."
কখনো অবশ্য ভেবে দেখিনি তো.."
"তবে তো বাঁচা গেল..."
"বেঁচে আর যাবি কোথায়,
মারকাটারি হাওয়া দিচ্ছে দেখ বাইরেটা,
এরকম ভেসে যাওয়া হাওয়া-বিকেল বছরে খুব রেয়ার,
চল তো একটু কোথাও ঘুরেটুরে আসি.."
মারকাটারি হাওয়া দিচ্ছে দেখ বাইরেটা,
এরকম ভেসে যাওয়া হাওয়া-বিকেল বছরে খুব রেয়ার,
চল তো একটু কোথাও ঘুরেটুরে আসি.."
"না,
আমার বাড়ী যাওয়ার তাড়া আছে...
পরে কখনো,
আজ গেলাম,
তাড়া আছে..."
আমার বাড়ী যাওয়ার তাড়া আছে...
পরে কখনো,
আজ গেলাম,
তাড়া আছে..."
"তোর্সা"
"বল.."
"রাগ জমিয়ে রাখিস না,
তোর রাত্তিরে কষ্ট হয় কাঁদতে,
আমিও তো কাছে থাকি না.."
তোর রাত্তিরে কষ্ট হয় কাঁদতে,
আমিও তো কাছে থাকি না.."
"হু..
হঠাৎ এরকম কেন মনে হলো তোর,
যে আমি কাঁদবো রাতে??? বা কাঁদতে পারি??"
হঠাৎ এরকম কেন মনে হলো তোর,
যে আমি কাঁদবো রাতে??? বা কাঁদতে পারি??"
"কি জানি,
স্বপ্নে তো আমরা মহাকাশযাত্রী হওয়ার কথাও ভাবি,
তবে এটুকু ভাবতে দোষ কি??"
স্বপ্নে তো আমরা মহাকাশযাত্রী হওয়ার কথাও ভাবি,
তবে এটুকু ভাবতে দোষ কি??"
"বেশ..
বেরোই, মা কে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে..সময় বাঁধা.."
বেরোই, মা কে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে..সময় বাঁধা.."
"হু, সাবধানে যাস..."
"তুই বেশি ভাবিস না,
আমি রাগ জমিয়ে কান্নাকাটি করিনা অকারনে.."
আমি রাগ জমিয়ে কান্নাকাটি করিনা অকারনে.."
"ভাবি না বলেই তো,
আমিও এখনো এরকম অসময়ের বৃষ্টিমাসেও দেখ কেমন দিব্যি হাসিখুশি থাকি,
ভাবি না বলেই,
এত জটিল শহরে এখনো সরল-সরল প্রেমের কবিতা লিখতে পারি বাড়ী ফিরে...।।"
আমিও এখনো এরকম অসময়ের বৃষ্টিমাসেও দেখ কেমন দিব্যি হাসিখুশি থাকি,
ভাবি না বলেই,
এত জটিল শহরে এখনো সরল-সরল প্রেমের কবিতা লিখতে পারি বাড়ী ফিরে...।।"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন