---------------------------------------------------------------------------------------------------------------সৃজনী
জন্ম ইস্তক জীবন শুধু 'ভয়' শব্দটাই শিখিয়ে এসেছে।
কখনো পাশ-ফেল এর লালকালি-নীলকালি হয়ে,
কখনো বা ল্যামার্কবাদী Survival of The Fittest মনে করিয়ে,
কখনো মৃত্যুরূপী ভয়ঙ্কর শিয়ালমুখো আনুবিস হয়ে।
এখন এই ভয়টাই মজ্জাগত হয়ে গেছে।
শিরায় শিরায় মেরুদণ্ডহীনতার বিষাক্ত রক্তের প্রবাহ।
ছক ভেঙে স্টেপ আউট করতে গিয়েই রান-আউট হওয়ার ভয়ে ফিরে আসি।
প্রথম বার ডানা মেলার আগেই ঝরে পড়ার ভয়ে বাসাতেই রয়ে যাই।
হৃদয় ভাঙার ভয়ে ভালোবাসতেও শিখিনি;
কিংবা ভালোবাসার সাহস দেখাতে গিয়ে হারানোর ভয়ে
চরম অবহেলা আর উপেক্ষাকেও মেনে নিয়েছি মুখ বুঁজে।
নিরাপদ, ভয়হীন জীবনের লোভে অন্যায়ের প্রতিবাদ করতেও ভুলে গেছি;
শুধু ঘরে বসে প্রতিবাদী বুলি কপচিয়ে গেছি।
গতানুগতিক কলের পুতুল হয়ে চলতে চলতে আজ খুব বিরক্ত লাগে!
অথচ বাড়ি-অফিস-অফিস-বাড়ির আটটা-সাতটা
আর বাড়ির 24×7 এর working hour এর পেষণ ভাঙতেও বিত্ত হারানোর ভয়।
মনটা তেতো হয়ে গেছে ভয় পেতে পেতে।
জীবনের সাদা-কালো দাবার ছকে কেউ যেন কালি ঢেলে সাদাটা মুছে দিয়ে গেছে।
এক একবার মনে হয় ঘুরে দাঁড়াই, কিন্তু...
গগনভেদী অট্টহাসি শুনতে পাই,
ভয় হাসে, বলে, "ঘুরে দাঁড়াতেও যে ভয় তোমার"!
জন্ম ইস্তক জীবন শুধু 'ভয়' শব্দটাই শিখিয়ে এসেছে।
কখনো পাশ-ফেল এর লালকালি-নীলকালি হয়ে,
কখনো বা ল্যামার্কবাদী Survival of The Fittest মনে করিয়ে,
কখনো মৃত্যুরূপী ভয়ঙ্কর শিয়ালমুখো আনুবিস হয়ে।
এখন এই ভয়টাই মজ্জাগত হয়ে গেছে।
শিরায় শিরায় মেরুদণ্ডহীনতার বিষাক্ত রক্তের প্রবাহ।
ছক ভেঙে স্টেপ আউট করতে গিয়েই রান-আউট হওয়ার ভয়ে ফিরে আসি।
প্রথম বার ডানা মেলার আগেই ঝরে পড়ার ভয়ে বাসাতেই রয়ে যাই।
হৃদয় ভাঙার ভয়ে ভালোবাসতেও শিখিনি;
কিংবা ভালোবাসার সাহস দেখাতে গিয়ে হারানোর ভয়ে
চরম অবহেলা আর উপেক্ষাকেও মেনে নিয়েছি মুখ বুঁজে।
নিরাপদ, ভয়হীন জীবনের লোভে অন্যায়ের প্রতিবাদ করতেও ভুলে গেছি;
শুধু ঘরে বসে প্রতিবাদী বুলি কপচিয়ে গেছি।
গতানুগতিক কলের পুতুল হয়ে চলতে চলতে আজ খুব বিরক্ত লাগে!
অথচ বাড়ি-অফিস-অফিস-বাড়ির আটটা-সাতটা
আর বাড়ির 24×7 এর working hour এর পেষণ ভাঙতেও বিত্ত হারানোর ভয়।
মনটা তেতো হয়ে গেছে ভয় পেতে পেতে।
জীবনের সাদা-কালো দাবার ছকে কেউ যেন কালি ঢেলে সাদাটা মুছে দিয়ে গেছে।
এক একবার মনে হয় ঘুরে দাঁড়াই, কিন্তু...
গগনভেদী অট্টহাসি শুনতে পাই,
ভয় হাসে, বলে, "ঘুরে দাঁড়াতেও যে ভয় তোমার"!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন