-------------------------------------------------------------------- Ritashman
শক্ত রাইগার মর্টিসে বিদ্ধ জোনাকির দেহ
আলো প্রসারিত করে তোর মতো
নাম না জানা পাখির তীক্ষ্ম শিস
সুসপ্ততা জাগায় তোর মতো
কাছাকাছি থাকার স্মৃতিগুলো মনের ভেতর রোদন জাগায়
তুই এসে বিছাস অভিমান
বালিসের কানে কানে বলিস---"যাবনা"
শরীরের উম রক্ষার্থে একটা হালকা হাসি
মরা মাছের চোখের মত শক্ত ,কৃত্রিম দৃষ্টি
ফিরে ফিরে যায় তোর চোখে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন