----------------------------------------------------------------------------------------------------------------------জয়শ্রী
ট্রেনের বগির সমান্তরাল সুর..
সূর্যডুবির দিগন্ত ছাড়িয়ে সে ছুটে যায়...
হকারদের আওয়াজে বিরক্ত হয়ে জানলার বাইরে তাকালাম....
বিদ্যুৎবেগে হাওয়াকে গায়ে মাখিয়ে...গ্রামের একাংশের দিকে তাকালাম।
হাটের দিনের শেষে সবাই বাজার করে , রেশন তুলে ফিরছিলো..
তারই মধ্যে এক কোকড়া চুলওয়ালা ফ্রোক পরা মেয়ের দিকে তাকিয়ে ছোটোবেলার এক বিকেলের কথা মনে পরলো....
ঠাম্মার মৃত্যুর একমাস পরে বাবা আর জেঠুদের মধ্যেকার পারিবারিক বিবাদ....
এরপরের ঘটনা জানা নেই..
কার ভাগে কি পরলো সে নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই..
কিন্তু একটা কথা মনে ছিল।
বাবা শেষ বিকেলের রোদের দিকে তাকিয়ে বলেছিল,"তবুও কি জানিস মানুষকে বিশ্বাস করা উচিৎ। হয়তো সবাইকে নয়...এই দেখনা আমার নিজের দাদাদের বিশ্বাস করা আমার চরম ভুল ছিল....কিন্তু তোর মায়ের কথাটা না বিশ্বাস করাও আমার ভুল ছিল। "
বুঝেছিলাম সেইদিন বাস্তবের মাঝেও সম্পর্কের নতুনদিকও আছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন