----------------------------------------------------------------------------------------------------------- -রোহন সাহা
কীরে মাগি তোর নাকি পুজো
দেখার সখ ,
খাস তো দেহ বেচে
তুই আবার কী পুজো দেখবি?
যা যা মাগি , এদিকে নজরও
দিবি না ।
ছুঁবি না কিছু , তুই অপবিত্র
তোর সাথে বিছানায় শোয়
হাজার মানুষ জন ।
তোর দেহ ছুঁতে চায়
সেই হাজার মানুষের মন।
কেন পারি না আমি বেরোতে
এই নিষিদ্ধ পল্লী দিয়ে ,
নিজের ইচ্ছায় আমি আসিনি
বেচে ছিল আমার নিজের
বাপ - মা ।
করিস তো তোরা সেই নারীরই পুজো
তবে কেন করিস নারীর অবহেলা ,
কেন করিস মাগি সম্বোধন ?
প্রতিরাতে রাতে রাস্তায় নির্ভয়ারা
কেন হচ্ছে ধর্ষিত! বলতে পারিস ?
নারীর গর্ভেতে জন্ম যতো পুরুষগণ
করিছে সেই নারীরই ধর্ষণ।
দেখব আমি পুজো , করবো পড়ালেখা
আটকাতে পারবে না
তোদের মতো পাষন্ডের বল
এগিয়ে চল হে নারীর দল।।
এই নিষিদ্ধ পল্লী দিয়ে ,
নিজের ইচ্ছায় আমি আসিনি
বেচে ছিল আমার নিজের
বাপ - মা ।
করিস তো তোরা সেই নারীরই পুজো
তবে কেন করিস নারীর অবহেলা ,
কেন করিস মাগি সম্বোধন ?
প্রতিরাতে রাতে রাস্তায় নির্ভয়ারা
কেন হচ্ছে ধর্ষিত! বলতে পারিস ?
নারীর গর্ভেতে জন্ম যতো পুরুষগণ
করিছে সেই নারীরই ধর্ষণ।
দেখব আমি পুজো , করবো পড়ালেখা
আটকাতে পারবে না
তোদের মতো পাষন্ডের বল
এগিয়ে চল হে নারীর দল।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন