-------------------------------------------------------------------------------------------দিশারী ব্যানার্জী
এখন ভয় করেনা আর,
কেটে যাওয়া ঘুড়িটা দিব্যি বয়ে চলেছে ঠিকানাহীন সীমানায়...
একটা ভেঙে যাওয়া সমাজকে পুড়তে দেখছি রোজ,
হাজার রঙের মানুষ ঘুরছে,
গল্প বলছে,
আর সেই গল্প শোনার জন্য কিলবিল করছে মানুষ,
একটা ভয়হীন সমাজ আর স্মৃতির টানাপোড়েনে,পাল্টাচ্ছে দিন...
পাল্টাচ্ছে শহর,
পাল্টে গেছে ভয়গুলো...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন