-----------------------------------------------------------------------------------------------------------অভিরূপ
আজকাল বেশ মুষরে থাকি
বেরোই না আর বেশ
ব্যস্ত শহর দিচ্ছে ফাঁকি
চাইনা হতে নিরুদ্দেশ।
আজকাল বেশ ভয়েও থাকি
অচেনা শহর ছুটছে ভারী
পুলিশ কাকু গায়ে উর্দি খাকি
ভুল করলে "sir i'm sorry"
আসলে আমার বাড়ি দূরে
মফস্বলে, এক ছোট্ট ঘরে
ব্যস্ত শহর, তাই ঘুরপাক খাই
মাথা গোঁজার নেই কোনো ঠাই।
দেশের বাড়ি আমার বেশ
ছেড়ে এলাম, এই ভিনদেশ
অচেনা শহরে আমার বড্ড ভয়
আমি যে সেই "small town boy"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন