শিয়ালদহ স্টেষনের ছ'নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্যাগটা তুলে নিল তন্ময় ৷ যত সম্ভব সিসি-টিভি ক্যামেরাগুলোকে এড়িয়ে , বেরিয়ে এল স্টেশন চত্ত্বরের বাইরে ৷ পরপর দুটো বাস পাল্টে পৌছল গঙ্গার ঘাটে ৷ এই কাজে সে নতুন , কিন্তুু সে ভালোই বোঝে যে , ওই ব্যাগের মধ্যে রয়েছে মানবজাতির ধ্বংসের উপকরণ ৷ উপযুক্ত ব্যক্তির হাতে তুলে দেওয়ার অাগে , একবার খুলে দেখতে গেল কি অাছে ? দেখল , থরে-থরে সাজানো রয়েছে — " কাম , ক্রোধ , লোভ , মোহ , মদ , মাৎসর্য্য ৷ " ---------------Karan Debroy