গল্পটা প্রেমেরই। তবে বড্ড সাধারণ একটা গল্প। গল্পের চরিত্ররাও বড্ড সাদামাটা - যেন সিনেমার ক্ষণিকের অতিথি ব্রাত্য চরিত্ররা। ছেলেটির উস্কোখুস্কো চুল। শেপ করে সাজানো নয়, অযত্নে না কামানো দাঁড়ি বসেছে গাল জুড়ে। পরণে একটা আদ্দির পাঞ্জাবি, চোখে কালো ফ্রেমের চশমা। ব্যাস, এটুকুই।
মেয়েটির এলোমেলো কোঁকড়া চুল। কানে একটা শখের ঝুমকো। হাতে কয়েক গাছা চুড়ি। একটা নীল চুড়িদার পড়েছে সে। কপালে একটু উঠিয়ে পড়া টিপ। ব্যাস, এটুকুই।
ওরা প্রেম খুঁজে নেয় গঙ্গাতীরে ঝালমুড়ি ভাগ করে। ওরা প্রেম খুঁজে নেয় ছেঁড়া পাতার ছন্দ না মেলা কবিতায়। ওরা প্রেম খুঁজে নেয় পুরোনো বই-ঘেমো জামা- ন্যাপথলিনের গন্ধে। ওরা প্রেম খুঁজে নেয় টাকা জমিয়ে কেনা নগণ্য উপহারের বিলাসিতায়। ওরা প্রেম খুঁজে নেয় রবীন্দ্র-নজরুলে। ওরা প্রেম খুঁজে নেয় জোনাকি-ঘাসফুলে। ওরা প্রেম খুঁজে নেয় হাজার নতুন রূপে। ওরা প্রেম খুঁজে নেয় রোজই নতুন করে।
"ব্যস্ত শহরে সূর্য ডোবে যখন,
মানুষ-পাখি-রিকশা ফিরে যায় -
ওরা তখন ভিড় সামলে হাঁটে,
ওরা আবার ভিড়েই মিশে যায়।"
বড্ড সাদামাটা? হুঁ। মধ্যবিত্ত যে!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন