সেই মানুষদের উপর আমার খুব করুণা হয় যাদের মনখারাপ নেই। মনখারাপ এক দারুণ মজার জিনিস, যার মধ্যে আছে এক ঝিম ধরা তরঙ্গপথ। হাঁটতে হাঁটতে কত মুখ পড়বে চোখে, অতীত খুঁড়ে বের করে আনা হাসিমুখ, খুশি চোখ। এই পথে কোনো ক্লান্তি নেই, এই পথের আকাশে মেঘ দেখলে তোমার চুল মনে হয়, বৃষ্টি হলে মনে হয় তুমি অনর্গল কথা বলছো, রোদ উঠলে মনে হয় তোমার হাতা-গোটানো শার্ট।
মনখারাপের মধ্যে দিয়ে গেলে নিজের কাছে সময় থাকে প্রচুর, অন্যের জন্যে অল্প। স্বার্থপর হওয়ার ট্রেনিং হয় জমিয়ে। আস্তে আস্তে তুমি কাঁদতে শেখো, হাসতেও, একা।মন খারাপ হলে সব কবিতাকেই একটা আস্ত উপন্যাস মনে হয়। যারা ছুঁয়ে দেখোনি, জানতে পারবেনা ইঁট কাঠ ছুঁয়ে কত কাব্য লেখা যায়।এ এক গোটা ম্যাজিক শো, ভাঁজে ভাঁজে লুকিয়ে রাখে রং, কান্নার পর রামধনুর মতো ছড়িয়ে পড়ে মন খারাপের আলো।
যাদের মনখারাপ হয়না, তাদের আর এই আলো দেখা হলোনা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন