চিকিৎসক দিবস/তমাল সাহা আজ রাত বারোটার আগেই সমস্ত চিকিৎসক ও শল্যবিদেরা জীবাণুনাশক সাবানে হাত ধুয়ে ফেলবেন, মুছে ফেলবেন ধবধবে সাদা অ্যাপ্রোনে লেগে থাকা কোনো রক্তের দাগ। পরে চেম্বারের গদিআটা হুইলচেয়ারে বসে জেনে নেবেন পেশেন্ট পার্টি সমস্ত চার্জ ঠিকমতো জমা দিয়েছেন কিনা অথবা বিলটির অর্থেরপরিমাণ কত লক্ষ টাকা। কারণ,কাল চিকিৎসক দিবস।তার আগেই হিসেব নিকেশ বুঝে নিতে হবে। কেননা কোনো শুভদিনে ব্যবসায়িক মনোবৃত্তির পরিচয় দেওয়া ভালো নয়। কাল তো আবার এই হাতেই রোগীদের মধ্যে কমলা বেদানা আপেল বিতরণ করতে হবে রোগীদের হাতে তুলে দিতে হবে দুধের গ্লাস, যদি সম্ভব হয় মুখের কাছে নিয়ে খাইয়েও দিতে হবে। তাহলে সেটি আরো শোভনসুন্দর দেখাবে। আজ চিকিৎসক দিবস যিনি বিশিষ্ট চিকিৎসক তিনি প্রধান অতিথি হিসেবে আজ এক পৌর স্বাস্থ্য সেমিনারে বক্তব্য রাখবেন। উপস্থিত থাকবেন শহরের অ...