---------------------------------------------------------------------------------------------জয়শ্রী
- মা , ও মা...!!
- কি হয়েছে বললাম তো কেক এনে দেব।
-না সেটা না , পায়েস ই হোক...।
- কি দরকার । আর কথা বাড়িয়ে লাভ নেই। অতো ইচ্ছাই যখন নিজে বানিয়ে খা। আমি বেরোলাম জন্মদিনের কেক টা আনতে।
সকালে উঠে আমি মনে মনে বলি
প্রার্থনা করি যেনো আর হয়না কাউর কবিতার উৎসের সমাপ্তি।
যেতে রান্নাটা শিখিয়ে যেতে মা!
আমি যে কিছুই পারিনা...
লাউ আর ইচোরের তরকারি কতো যে ভালোবাসি।
অনেককিছু পাল্টে গেলো...
জানো মা ভাই চাকরি পেয়েছে...সাথে সাথে সখের গিটার টাও বাজায়।
জানো মা শাড়ির আঁচল-কুচি করতে পারি...পুজোর সময় শাড়িও পড়ি.....।
তোমার রাগ অভিযোগের কারনগুলো আর নেই...
কেমন জানো দিগন্তের সূর্যের মতো ইচ্ছাগুলোও অস্তগামি....
এই নাও খেয়ে নাও দেখি জলদি জলদি....
বেরোতে হবে তড়িঘড়ি...
আজকে কলেজের বিদায়দিন।
সাথে আমার জন্মদিন...
পায়েসটা বানাতে শিখে গিয়েছি..
পুরোনো অভ্যাসগুলোও পাল্টে ফেলেছি.....
একবার রাগটা কমিয়ে খেয়ে নাও মা!!...
আমার যে বেরোতে হবে!!!
- মা , ও মা...!!
- কি হয়েছে বললাম তো কেক এনে দেব।
-না সেটা না , পায়েস ই হোক...।
- কি দরকার । আর কথা বাড়িয়ে লাভ নেই। অতো ইচ্ছাই যখন নিজে বানিয়ে খা। আমি বেরোলাম জন্মদিনের কেক টা আনতে।
সকালে উঠে আমি মনে মনে বলি
প্রার্থনা করি যেনো আর হয়না কাউর কবিতার উৎসের সমাপ্তি।
যেতে রান্নাটা শিখিয়ে যেতে মা!
আমি যে কিছুই পারিনা...
লাউ আর ইচোরের তরকারি কতো যে ভালোবাসি।
অনেককিছু পাল্টে গেলো...
জানো মা ভাই চাকরি পেয়েছে...সাথে সাথে সখের গিটার টাও বাজায়।
জানো মা শাড়ির আঁচল-কুচি করতে পারি...পুজোর সময় শাড়িও পড়ি.....।
তোমার রাগ অভিযোগের কারনগুলো আর নেই...
কেমন জানো দিগন্তের সূর্যের মতো ইচ্ছাগুলোও অস্তগামি....
এই নাও খেয়ে নাও দেখি জলদি জলদি....
বেরোতে হবে তড়িঘড়ি...
আজকে কলেজের বিদায়দিন।
সাথে আমার জন্মদিন...
পায়েসটা বানাতে শিখে গিয়েছি..
পুরোনো অভ্যাসগুলোও পাল্টে ফেলেছি.....
একবার রাগটা কমিয়ে খেয়ে নাও মা!!...
আমার যে বেরোতে হবে!!!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন