আজ নাকি ফেভারিট কেবিনের একশ বছর বয়স হল । কিছুদিন আগে অবধি এই কেবিনের নামটাও জানতাম না । গেছি হাতে গুনে একবার। তাও এক বান্ধবীর সঙ্গে । এক বৃষ্টি ভেজা দুপুরে। আটপৌরের কাজের জন্য । তখন
আমাদের মধ্যে সম্পর্কটা বেশ বাটারের মধ্যে ছিল।এখন একদম কাঁচা লঙ্কার মতো হয়ে গেছে। সেদিন সে আমার সাইকোলজির পুরো শ্রাদ্ধ
করে ছেড়েছিল । যাই হোক , এই কেবিনটা শুধু প্রেম
,আন্দোলন কিংবা সাহিত্যের কাজে লাগে না ,প্রচুর
পরিচালকের প্রিয় স্থান । প্রচুর বানিজ্যিক মাল – মশলা আছে ভেতরে
, বাইরে থেকে যতই বনেদী হোক না কেন , কম খরচে আতলামি
মারার ভালো জায়গা । উত্তর কোলকাতা হাঁটলে এমন প্রচুর দেখতে
পাওয়া যাবে ,কিন্তু কতগুলোর সঙ্গে ইতিহাস যুক্ত আছে সেটা খুঁজে দেখতে হবে । শোনা যায় নকশাল আন্দোলনের
প্রচুর প্ল্যান নাকি এখানেই কষা হয় , বামফ্রন্টের নীতি নিয়েও
নাকি প্রতি সন্ধ্যেবেলা এখানে সভা বসত । প্রচুর কবিও নাকি এখানে বসে কাগজ নষ্ট করতেন। শুধু কবি কেন বেশ কিছু সস্তার নোবেল মার্কা প্রেমও দেখা গিয়েছে। যদিও এখন সবই ধূসর পাণ্ডুলিপি । তেমন কেউ এখন আর ওদিকে যায় না । শুধু যারা পেনশন হোল্ডার তারা ছাড়া । মরচে পরা দেওয়াল, ডিম-টোস্ট , ধূসর চেয়ার আর প্রিয় নসটালজিয়া ছাড়া আর কিছুই
নেই ওখানে । তবে বর্তমান মালিকদের ধন্যবাদ যারা
এখন এই ইতিহাসগুলোকে বহন করে যাচ্ছেন । আজকের মতো একটুকুই থাক, এবার একটা চায়ের সময়
হয়ে গেছে , "দাদা একটা চা দেবেন "
---------------------------------------
ABOUT THE AUTHOR:
NAME: ADITYA GHOSH
Aditya is a theatre artist and has passion for writing. He loves to talk shit and to smoke cigarettes :P
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন