নকশালবাড়ির ৫০
বছর বয়স হল। আন্দোলন ফিকে হয়ে গেছে , হারিয়ে গেছে অনিমেষ আর মাধবীলতা। লাল সেলাম আর
সবুজে পরিণত হয়েছে । বন্দুকগুলো আজ খেলনা । কেউ আর ওদিকে ফিরে যায় না । সবাই মূল স্রোতে
চলে এসেছে । শিলিগুড়ির সেই ছেলেটা আজ স্কুলে পড়ায় । পার্টটাইম। মাসে আট-হাজার টাকা
। কোনরকমে চলে যায় । গায়ে পাঞ্জাবি ,কাঁধে ঝোলা ব্যাগ ,চোখে এখন স্বপ্ন । এখন মার্কস
,লেনিন ,চে গুলে খায় । সেদিনই দেখা হয়েছিল । ওরা নাকি এর মধ্যেই একটা পথ নাটিকা করবে
পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে , শুনলাম এখন বেশ কিছু কলেজ পড়ুয়া নাকি আগ্রহ দেখায় , ওদের
ইতিহাস নিয়ে ঘাঁটে , শুনে এখন অবাক হলাম ওরা এখন মনে করে বন্দুকের নলই নাকি রাজনৈতিক
ক্ষমতার উৎস । হাসি পায় এখন ওদের উদ্দীপনা দেখে , যে বিপ্লবের মূলই শূন্য ,সেই বিপ্লব
কি করে চিরস্থায়ী হবে ? আজ অনেক দিনের পর একটু বৃষ্টি দেখতে পেলাম । সাময়িক স্বস্তি
,তবে একটা ফোনের অপেক্ষায় আছি , যাই হোক , নকশাল বাড়ি লাল সেলাম ……
ABOUT THE AUTHOR:
NAME: ADITYA GHOSH
Aditya is a theatre artist and has passion for writing. He loves to talk shit and to smoke cigarettes :P
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন