-----------------------------------------------জয়শ্রী
দেখা হবে নিশ্চয়ই দেখা হবে
আমাদের
60 বছর বয়সে একদিন শীতের
দুপুরে ফিরে যাব যৌবনে,
কথার উপর কথা হতে হতে
গল্পের ঊল বুনতে বুনতে
পুরোনো গাট ছাড়িয়ে দেব।
তোর হাতে থাকবে একটা ট্রে
দুকাপ চা থাকবে,
আমার হাতে থাকবে একটা সিগারেট,
দুইজন দুইজনের খাতা বদলে নেব,
তুই পড়বি আমার কবিতা
আমি পড়বো তোর জালে বোনা গল্পগুলো,
তারপর গোধুলিতে সূর্যের দিকে
তাকিয়ে বছরগুলো গুনে নেবো।
সেইদিন আর একবার বলিস
জীবন কি??
আমি ফিরে তাকাবো ,
ডুবে যাব কবিতার ভাষায়
দিয়ে সন্ধ্যার মুখে তোর চোখেরদিকে তাকিয়ে বলব,
"সোজা ছিল না, পদে পদে হয়েছি
বেরঙিন, তবে ভালোবাসায় হয়েছি বিলীন,
শুধু দায়িত্ব নয় পুর্ন করেছি সম্পর্কগুলো,
চল
ফেরার সময় নতুন-পুরোনো মিশিয়ে আর একটা ক্যানভাস আঁকি,
সেখানে রং হবি তুই,
আমি হব চিত্রপট,
তুলি হবে বিশ্বাস
ছবি হবে ভালোবাসা"।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন