রাতকে অনেকে ভয় পায় ।
কিন্তু আমার রাত ভীষণ পছন্দের । না না
প্রেম করার জন্য নয় ।
এই ধরুন গরমকালের রাতে ব্যালকনিতে বসে নিজের পছন্দের আইসক্রিম বা চকোলেট খেতে কিংবা লোডশেডিংয়ের রাতে মোমবাতির আলোয় পছন্দের একটি উপন্যাস পড়তে পড়তে রাত উপভোগ করা যায় ।
আবার ধরূন বৃষ্টির রাতে শুয়ে সান্ ডে সাসপেন্স শোনা এক অনন্য প্রেম , মুগ্ধতা ।।
সব রাতই যে খারাপ যাবে তা তো নয়। খানিকটা নিজের উপর নির্ভর করে। ভালো থাকার চাবিকাঠি তো আমাদেরই হাতে ।।
------------------------------------------------------------------------------------------------------------ রোহন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন