প্রাক্তন
-লগ্নজিতা পাল
দিনের শেষে একটু ফোন করিস
হ্যাঁ শুধু এটুকু চাহিদা আমার ছিল না
বরং অনেকটাই বেশি চাইতাম
তোর দিনটা কেমন গেল রে
এটা জানা আমার নিতমিত কাজ ছিল
কোথায় গেলি কি করলি জানতে চাইতাম ঠিক
মনে হত এতে আমরা আরো কাছে আসছি
ভাবতাম তোর খবর নিলে খুশিই হবি
বুঝিনি যে এতটা বিরক্ত হচ্ছিস
তোকে তোর বান্ধবী কে নিয়ে অনেক বার সন্দেহ করেছি.. ঠিক
তেমনি তোকে অনেক বার সুযোগও দিয়েছি আমাকে বোঝানোর জন্য
কিন্তু তুই যে একটা দিন সন্দেহ করলি
ভেবে দেখ তো, আমাকে কী একটাও সুযোগ দিয়েছিলি কিছু বোঝানোর জন্য??
ভেবেছিলাম তোর জন্মদিনে সারাদিন তোর সাথে থাকব
কিন্তু তুই তো ওদিন তোর বন্ধুদের নিয়েই মেতে ছিলি
আমারও তো তোকে কিছু বলার থাকতে পারে
ভেবেছিলি সেটা!!
ভাবলে একবার অন্তত দেখা টা করতিস।
হ্যাঁ দিনে অনেক messages চাইতাম তোর থেকে
কারণ আমার সারাটাদিন আমি তোর সাথেই কাটাতে চাইতাম
দু
ঘন্টা সাথে থাকলেও আরও পাঁচ মিনিট বেশি হলেই
জোর করে কান্নাকাটি করে কাছে রাখতাম
কারণ আমার কাছে ঐ পাঁচ মিনিট ও অনেক দামি ছিল
তোর হাতে হাত দিয়ে সব সুখ খুঁজে পেতাম
নিজেকে সবচেয়ে ভাগ্যবান মনে হত তখন
তোর ঐ মুখ টার দিকে তাকালে নিজের থেকেই হেসে ফেলতাম
ঐ
চোখ দিয়েই বারবার ছুঁয়ে ফেলতিস আমাকে
তোর মুখ থেকে পাগলি শুনলে নিজে থেকেই heart beat বেড়ে যেত..
তবু বুঝিনি কোনোদিন তোকে ছেড়েও থাকতে হবে
ভাবিনি যে একাই আবার বেচেঁ উঠব
লোকে বলে তুই নাকি এখন আমার প্রাক্তন
সত্যি কি তাই?
আর
পাঁচটা লোকের কাছে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যেতে পারে
কিন্তু আমার লেখা, কল্পনা, ভাবনা সবটা জুড়ে শুধুই তুই
তাহলে কিভাবে তুই প্রাক্তন হলি বল!!!
Nice !!!
উত্তরমুছুন'আর পাঁচটা লোকের কাছে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যেতে পারে
কিন্তু আমার লেখা, কল্পনা, ভাবনা সবটা জুড়ে শুধুই তুই
তাহলে কিভাবে তুই প্রাক্তন হলি বল!!!'
<3
all credit goes to লগ্নজিতা :)
মুছুনvery good..ro erokom lekha chai..keep it up.
উত্তরমুছুন