॥অশরীরী প্রেম॥
মন খারাপের অজস্র রাতে অশরীরী লুকিয়ে ব্ল্যাংকেটে এসো তবে দুহাত ধরে দুজনে মিলে বসে পরি প্ল্যানচেটে। মৃত প্রেমই জবাব দেবে আজ কে কতখানি ব্যাকডেটেড লাল চোখে ক্যান্ডেল লাইটে আবছা ছায়ারাও ফ্রাস্ট্রেটেড। আত্মা যখন আত্মস্থ হয় শিহরণের পারদ বেশ চড়তে পারে বাক্য বানে ছিণ্ণ লিপি,পিছন ফিরে দেখতে বুঝি ভয় করে? হরর মুভির মতো করে একচোখ বুজে মৃত সম্পর্কটা ছোঁয়া কাঁপবে ঠোঁট,বাড়বে হার্টবিট,কাছে এলেই বাকিটুকু ধোঁয়া।
সৌভিক

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন