চলছে, চলবে।
সায়র ব্যানার্জী
কোন ট্রেনে বলো দুঃখ কাটা পরে?
কোন সমুদ্র তারা'দের লাশ বয়?
ঝুলন্ত ওড়না একচালা এক ঘরে,
আজও করে লজ্জার সঞ্চয়
কোন রডে থাকে যোনিচ্ছেদী লোভ?
কোন অ্যাসিডে ঈর্ষা মেশানো থাকে?
কোন চোখ দুটো ছিঁড়ে খেলো আজ বলো?
টিউশন ফিরতি একলা কিশোরীটাকে
মেরি বিস্কুট চা'য়ে ডুবে যায় শুধু
সকালের কাগজে ক্ষত-বিক্ষত লাশ
আক্ষেপের সুরে লজ্জা ভাঁজ করে;
বলবে তুমি- যত সব ছাইপাশ ।
দিন কাটবে যেমন রোজ কাটে
আবার রাতে আর্তনাদের স্বর,
আজও ঠিক টিউশন শেষ হলে
সেই কিশোরী একলাই ফিরবে ঘর।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন