----------------------------------------------------------------------------------------লগ্নজীতা
সম্পর্কের ভাঙন তো কবেই হয়েছে
তবু এখনও মন থেকে পুরোপুরি মুছে যাসনি রে
কারোর fb profile এ ঢূকলেই থাকে taken by-_-
আমিও চেয়েছিলাম এসব
ভেবেছিলাম তোর সাথে dp দেব
ভাবতাম এমন দিন নিশ্চয়ই আসবে
যখন তোর আর আমার profile picture একই হবে
দুজনের একসাথে ছবি দেব ভাবতাম
তোর হাত ধরে পূজোয় ঘুরব ভেবেছিলাম
তোর ভালো দিনে তোর ঐ হাসি দেখতে চেয়েছিলাম
তেমনি খারাপ দিনে তোকে আগলে রাখতে চেয়েছি
তোর হাত ধরেই বড়ো হতে চেয়েছি
তোর বুকে মাথা রেখে হারাতে চেয়েছি
তোর চোখের ঐ চাউনিতেই নিজেকে খুঁজে পেয়েছি
ভাবিনি সব কোনোদিন
কল্পনা হয়েই থেকে যাবে
নিজেকে তো পেয়েও পায়নি রে
তোকে ছাড়া আমি কিভাবে সম্পূর্ণ হই বলতো??
সম্পর্কের ভাঙন তো কবেই হয়েছে
তবু এখনও মন থেকে পুরোপুরি মুছে যাসনি রে
কারোর fb profile এ ঢূকলেই থাকে taken by-_-
আমিও চেয়েছিলাম এসব
ভেবেছিলাম তোর সাথে dp দেব
ভাবতাম এমন দিন নিশ্চয়ই আসবে
যখন তোর আর আমার profile picture একই হবে
দুজনের একসাথে ছবি দেব ভাবতাম
তোর হাত ধরে পূজোয় ঘুরব ভেবেছিলাম
তোর ভালো দিনে তোর ঐ হাসি দেখতে চেয়েছিলাম
তেমনি খারাপ দিনে তোকে আগলে রাখতে চেয়েছি
তোর হাত ধরেই বড়ো হতে চেয়েছি
তোর বুকে মাথা রেখে হারাতে চেয়েছি
তোর চোখের ঐ চাউনিতেই নিজেকে খুঁজে পেয়েছি
ভাবিনি সব কোনোদিন
কল্পনা হয়েই থেকে যাবে
নিজেকে তো পেয়েও পায়নি রে
তোকে ছাড়া আমি কিভাবে সম্পূর্ণ হই বলতো??
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন