------------------------------------------------------------------lagnajita
তখন দিন ছিল আমাদের... তোর আমার
সবার সামনে হাত ধরে ঘুরতাম
খুব গর্ব করতাম তোকে নিয়ে
কারণ জানতাম কখনও ছেড়ে যাবিনা আমাকে
যত বড়ই মুশকিল আসত
তোর হাত ধরেই পেরতাম
তোর দিকে তাকিয়ে থাকাতেই সব সুখ পেতাম
সবার আড়ালে গিয়ে হাতটা ধরতিস যখন
মনে হত আমার চেয়ে বেশি ভাগ্যবান আর কেউ হতে পারে না
সবাই আমাদের নিয়ে কথা বলত
তূই থাকলে আমি থাকতাম
আমাদের নিয়ে আলোচনা তখন তুঙ্গে
সেটারই নজর লাগল কিনা কে জানে
না হলে তোর তো এরকম পাল্টে যাওয়ার কথা ছিল না রে
তখন দিন ছিল আমাদের... তোর আমার
সবার সামনে হাত ধরে ঘুরতাম
খুব গর্ব করতাম তোকে নিয়ে
কারণ জানতাম কখনও ছেড়ে যাবিনা আমাকে
যত বড়ই মুশকিল আসত
তোর হাত ধরেই পেরতাম
তোর দিকে তাকিয়ে থাকাতেই সব সুখ পেতাম
সবার আড়ালে গিয়ে হাতটা ধরতিস যখন
মনে হত আমার চেয়ে বেশি ভাগ্যবান আর কেউ হতে পারে না
সবাই আমাদের নিয়ে কথা বলত
তূই থাকলে আমি থাকতাম
আমাদের নিয়ে আলোচনা তখন তুঙ্গে
সেটারই নজর লাগল কিনা কে জানে
না হলে তোর তো এরকম পাল্টে যাওয়ার কথা ছিল না রে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন