লিঙ্গ বিভাজন! ক্ষমতা দখল! সমান অধিকার!মানবিকতা! সম্মান এবং সবশেষে ভালো থেকো। আজকের দিনে এই
শব্দগুলোই ঘুরে ফিরে আসবে বিভিন্ন রকমভাবে। হ্যাঁ, ভালবাসার শহরে আজ
নারীদিবস। শুধু ভালবাসার শহর কেন ? বিশ্ব জুড়ে আজ নারীদিবস।
ফেমিনিজিম এর কলকাঠি ছেড়ে অন্য
একটু বাইরে বেরিয়ে আসি। আমি জানি না, এই ফেমিনিজিম এর সংজ্ঞা কী! তবে এইটুকু জানি, প্রত্যেকটা নারীর স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। পোশাক নিয়ে আলোচনা কিংবা
সমালোচনা যায় হোক না কেন, তাঁদের যা ইচ্ছে তাই পরিধান করার স্বাধীনতা আছে।
রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাওয়ার পূর্ন অধিকার আছে। একটা পুরুষ ঠিক যেভাবে
স্বাধীনতা পায়, একটা নারীও যেন তেমন ভাবেই বেড়ে ওঠে।
আমি জয়ীকে দেখেছি! একটা বিবাহিত মহিলা হয়েও প্রেম করতে ভয় পায়নি। ছাদে দাঁড়িয়ে সিগারেট খেতেও
পিছপা হয়নি। আমরা যখন একসাথে হাঁটতে যেতাম, তখন ওকে একই রকম দেখেছি! স্বাধীন, খোলামেলা এবং উদাসী....
আবার অন্যসময় , জয়ী যখন শ্বশুরবাড়িতে, তখন ও সম্পূর্ণ অন্যরকম! অনেকটা সংসারী। অনেকটা সংযমী এবং স্নেহভাজন। একটা মেয়ে হয়ত এখানেই ছেলেদের
টক্কর দিতে ওস্তাদ। ওরা মানিয়ে নিতে জানে! ওরা অনেক বেশি প্রাক্টিকাল। তাই একই মহিলা দু'জায়গায় আলাদা!
আজ বেশি কিছু বলে এই দিনটাকে ভারী করব না! আজ অনেককিছুই এলোমেলো এবং উদাসী থাক…
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন