"Sometimes even to live is an act of courage"
নীল তিমি শুনেছেন বোধ হয়? ওহ্ বুঝলেন না? "Blue whale" এবার? তা ওতো বোধ হয় সময় হয়নি এটা নিয়ে বিস্তারিত ভাবার তাই তো? এটা আসলে একটা Challenging Game যেখান তোমাকে মাত্র ৫০টা challenge দেওয়া হবে আর শেষ টা ' মৃত্যু'।
তা আপনি ভাবছেন খেলব কেন পুরোটা? অর্ধেক খেলব,দাঁড়ান বলে রাখি 'you can't back up' আসলে আপনি গেম টা ইনস্টল করা মাত্রই আপনার ব্যক্তিগত সব নথি পৌঁছে যাবে সুদূর রাশিয়ায় বসে থাকা এক এডমিন -এর কাছে। আপনি তার ব্ল্যাকমেইলের শিকার হবেন যদিও তার আগে আপনি আপনার 'Depression' এর শিকার। ৫০ দিন আপনাকে গভীরতম কঠিনতম মরণ ডেকে আনবে।
খেলোয়াড় কে বা কারা ভাবছেন? না আপনি আমি নই প্রথমত তাদের কে দিয়ে এই খেলা প্রচলিত যার রাশিয়ায় VK.com (সোশ্যাল সাইট) -এ "Death group" নামক একটি গ্রুপের সাথে জরিত যেখানে অবসাদগ্রস্ত হয়ে পরেন ১২বছর থেকে ১৫ বছরের শিশু রা। ২০১৫ এর নভেম্বর থেকে ২০১৬ এর এপ্রিল অবব্ধি ১৩০জন অাত্মহত্যা করেছে। আর ইদানীং তার তোলপাড় করেছে ভারত এবং পশ্চিমবঙ্গ -এর মেদিনীপুরেও পর্যন্ত।
একবার ঘুরে দেখে নেওয়া যাক ৫০টা চ্যালেঞ্জ -
১. 'F57' খোদাই করতে হবে হাতে।
২. 4:20am উঠে ভয়ানক কোনো ভিডিও দেখতে হবে।
৩. শিরা কাটতে হবে হাতের বেশি গভীর নয় তবে বার তিনেক।
৪. এটা খুব সহজ,পেপারে তিমি আঁকতে হবে।
৫. 'whale' হতে পায়ে 'YES' খোদাই করতে হবে।৬. টাস্ক উইথ সাইপার
৭. 'F40' খোদাই করতে হবে হাতে।
৮. Vkontakte -এর স্ট্যাটাসে '#I_am_whale' লিখতে হবে।
৯. ভয়কে জয় করতে হবে
১০. 4:20am আবার তবে এবার খোলা ছাদে হাঁটা
১১. এবার সেই বিখ্যাত ছবি টি হাতে আঁকতে হবে তিমি।
১২. রোজ কিছু ভয়ানক ভিডিও দেখতে হবেই।
১৩. এডমিনের পাঠানো গান শুনতে হবে ( 'suicide song' শুনেছিলেন?)
১৮. ঠোঁট কাটতে হবে।
১৫. সূঁচ দিয়ে হাতে ফোটাতে হবে।
১৬. বেদনাময় কিছু করে দেখাও যার জন্য অসুস্থ হবেই।
১৭. সবথেকে উঁচু যে ছাদ দেখা যায় তার কিনারে গিয়ে দাঁড়াও।
১৮. ব্রিজের কিনাড়ে দাঁড়াও।
১৯. ক্রেনে চড়তে হবে না পারো চেষ্টা করো।
২০. বিশ্বাস যোগ্য কিনা তোমায় যাচাই করে নেওয়া হবে।
২১. অন্য 'whale' -এর সাথে কথা বলতে হবে স্কাইপে।
২২. পা কাঁপিয়ে ছাদের কিনাড়ে।
২৩. টাস্ক উইথ সিপার।
২৪. গোপন কাজ
২৫. 'Whale' এর সাথে দেখা করা।
২৬. নিজের মৃত্যু কে কাছ থেকে দেখা।
২৭. আবার সেই ভোর 4:20 এর খেলা এবার রেল লাইনে।
২৮. কারোর সাথে কথা বলা যাবে না।
২৯. সবাই কে প্রচার করো যে তুমি 'whale'।
৩০-৪৯ এবার একটু কঠিন, একটা করে ভয়ানক ভিডিও ৪:২০ টে তে ভোর আর গান শুনতে হবে এডমিনের প্রেরিত সাথে একটা করে দেহাংশ-এর কাটা জরুরি আর একটি 'whale' এর সাথে যোগাযোগ।
৫০. মরণ ঝাঁপ। কেল্লাফতে।
১. 'F57' খোদাই করতে হবে হাতে।
২. 4:20am উঠে ভয়ানক কোনো ভিডিও দেখতে হবে।
৩. শিরা কাটতে হবে হাতের বেশি গভীর নয় তবে বার তিনেক।
৪. এটা খুব সহজ,পেপারে তিমি আঁকতে হবে।
৫. 'whale' হতে পায়ে 'YES' খোদাই করতে হবে।৬. টাস্ক উইথ সাইপার
৭. 'F40' খোদাই করতে হবে হাতে।
৮. Vkontakte -এর স্ট্যাটাসে '#I_am_whale' লিখতে হবে।
৯. ভয়কে জয় করতে হবে
১০. 4:20am আবার তবে এবার খোলা ছাদে হাঁটা
১১. এবার সেই বিখ্যাত ছবি টি হাতে আঁকতে হবে তিমি।
১২. রোজ কিছু ভয়ানক ভিডিও দেখতে হবেই।
১৩. এডমিনের পাঠানো গান শুনতে হবে ( 'suicide song' শুনেছিলেন?)
১৮. ঠোঁট কাটতে হবে।
১৫. সূঁচ দিয়ে হাতে ফোটাতে হবে।
১৬. বেদনাময় কিছু করে দেখাও যার জন্য অসুস্থ হবেই।
১৭. সবথেকে উঁচু যে ছাদ দেখা যায় তার কিনারে গিয়ে দাঁড়াও।
১৮. ব্রিজের কিনাড়ে দাঁড়াও।
১৯. ক্রেনে চড়তে হবে না পারো চেষ্টা করো।
২০. বিশ্বাস যোগ্য কিনা তোমায় যাচাই করে নেওয়া হবে।
২১. অন্য 'whale' -এর সাথে কথা বলতে হবে স্কাইপে।
২২. পা কাঁপিয়ে ছাদের কিনাড়ে।
২৩. টাস্ক উইথ সিপার।
২৪. গোপন কাজ
২৫. 'Whale' এর সাথে দেখা করা।
২৬. নিজের মৃত্যু কে কাছ থেকে দেখা।
২৭. আবার সেই ভোর 4:20 এর খেলা এবার রেল লাইনে।
২৮. কারোর সাথে কথা বলা যাবে না।
২৯. সবাই কে প্রচার করো যে তুমি 'whale'।
৩০-৪৯ এবার একটু কঠিন, একটা করে ভয়ানক ভিডিও ৪:২০ টে তে ভোর আর গান শুনতে হবে এডমিনের প্রেরিত সাথে একটা করে দেহাংশ-এর কাটা জরুরি আর একটি 'whale' এর সাথে যোগাযোগ।
৫০. মরণ ঝাঁপ। কেল্লাফতে।
এবার ভাবছেন 'তুক্কা' খেলবেন মানে 'back up'? প্রশ্নই ওঠে না জানেন এডমিন এতো বোকা না আপনার সব নথি তার হাতের মুঠোয়ে আর আপনি তো আগেই মরেছেন ইনি তো সাহায্যই করছেন মাত্র। আপনাকে ব্ল্যাকমেইল করে বাধ্য করবেই আর এটা আপনাকে বলে দেবেন এডমিন খেলার পূর্বেই।
আপনি এবার জানতে চাইবেন এডমিনের সম্পর্কে,তাই না? নাম IIya Sidoriv, বয়েস ২৬। কেন মাতলেন এই সর্বনাশী নেশায় ভাবছেন? তিনি জানিয়েছেন যারা দুর্বল তাদের বেচে থেকে লাভ কি? জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে এরকম কিছু অবাঞ্ছিতদের মৃত্যু ঘটিয়ে তাকে মস্কো থেকে গ্রেফতার করতে এটাই তার বক্তব্য ছিল।
ফলাফল হিসেবে ভারতের ১৬বছরের কিশোরের মৃত্যু কেরালার, ২৬ শে জুলাই ২০১৭ এর থেকে শেষ ৩রা সেপ্টেম্বর সাৎভিক পাণ্ডে একাদশ শ্রেণীর কিশোরের মধ্যপ্রদেশ থেকে।
আপনার সাহায্য -এর জন্য ১৩১১১৪ লাইফলাইনে ফোন করুন বা 'suicide call back service' ১৩০০ ৬৫৪ ৪৬৭ তে ফোন করুন। শেষ রক্ষার জন্য শেষ চেষ্টা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন