এক কিশোরের মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠল জোকা ইএসআই হাসপাতাল চত্বর৷চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃত কিশোরের আত্মীয়রা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালাল৷ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে জরুরি বিভাগ ও আইসিইউ৷এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কে রয়েছেন হাসপাতালের কর্মী ও অন্যান্য রোগীরা৷
জানা গিয়েছে, গত শুক্রবার জ্বর নিয়ে বিবেক নামে ১৩ বছরের এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসে তাঁর পরিবারের লোকেরা৷তাদের অভিযোগ, ওইসময় হাসপাতাল কর্তৃপক্ষ ছেলেটিকে ভরতি নিতে অস্বীকার করে৷ কিন্তু জ্বর না কমায় শনিবার তারা ফের হাসপাতালে নিয়ে আসে ওই কিশোরকে৷ হাসপাতাল কর্তৃপক্ষ ভরতি করে নেয়৷ কিন্তু রবিবার সকালে মৃত্যু হয় ছেলেটির৷
এরপরই মৃতের বাড়ির লোকজন ক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর চালায়৷পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে বিবেকের৷ এই ঘটনার পর হাসাপাতালের কর্মী ও অন্যান্য রোগীরা যথেষ্ট আতঙ্কিত৷ হাসপাতাল চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে৷
source: 24x7 news
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন