------------------------------------------------------------------------------------------------Souvik
চল শ্রী,আজ তোকে নিয়ে যাই নরম রোদের দেশে আঁকাবাঁকা পাথুরে পথ পেরোনোর হাঁটে মিঠে তুলো বরফ পেলে কিনে নেব তবে জলের দামে তুই মিহি গলায় সুর বুনবি উলের কাঁটা দিয়ে। জানিস শ্রী,এখানে ধোঁয়াশা মুছে দেয় কুয়াশা বাতাস আলতো করে শীত আঙুল কামড়ে ধরে প্রথম সন্ধ্যা নামে ঝুল বারান্দায় প্রিয় কফি কাপে পায়চারি করবো দুজনায় সূর্যাস্তের অভিমুখে। চল শ্রী,আজ থেকে রয়ে যাই দুজনে এই শহরে যেথা গান বেজে ওঠে রোজ হিমেল ঝর্ণার বাঁকে নিভৃতে ভালবাসা আসে আধচেনা মেঘের বাড়িতে ঝাউয়ের ডাকে পাহাড়িয়া পাখি ঘরে ফেরে একে একে। জোনাকির আধেক আলোয় তোর দুচোখ দেখব আমি হাতের উপর হাত থাকবে,ঠোঁটের পাশে রংমিছিল গানের খাতায় কথায় কথায় আবার তুই গান বাঁধিস বলনা শ্রী,এশহরেই পাব কী ভালোবাসার অন্ত্যমিল?
চল শ্রী,আজ তোকে নিয়ে যাই নরম রোদের দেশে আঁকাবাঁকা পাথুরে পথ পেরোনোর হাঁটে মিঠে তুলো বরফ পেলে কিনে নেব তবে জলের দামে তুই মিহি গলায় সুর বুনবি উলের কাঁটা দিয়ে। জানিস শ্রী,এখানে ধোঁয়াশা মুছে দেয় কুয়াশা বাতাস আলতো করে শীত আঙুল কামড়ে ধরে প্রথম সন্ধ্যা নামে ঝুল বারান্দায় প্রিয় কফি কাপে পায়চারি করবো দুজনায় সূর্যাস্তের অভিমুখে। চল শ্রী,আজ থেকে রয়ে যাই দুজনে এই শহরে যেথা গান বেজে ওঠে রোজ হিমেল ঝর্ণার বাঁকে নিভৃতে ভালবাসা আসে আধচেনা মেঘের বাড়িতে ঝাউয়ের ডাকে পাহাড়িয়া পাখি ঘরে ফেরে একে একে। জোনাকির আধেক আলোয় তোর দুচোখ দেখব আমি হাতের উপর হাত থাকবে,ঠোঁটের পাশে রংমিছিল গানের খাতায় কথায় কথায় আবার তুই গান বাঁধিস বলনা শ্রী,এশহরেই পাব কী ভালোবাসার অন্ত্যমিল?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন