-------------------------------------------------------------------------------------------------সৃজনী
এদিকে নেশা, ওদিকে নেশা,
দশটি দিকে বইছে নেশা।
শিরায় নেশা, চোখে নেশা,
দেহে-মনে-প্রাণে নেশা।
বিষের নেশা, ঘুষের নেশা,
সোজা পথে চলার নেশা।
রঙ এর নেশা, তুলির নেশা,
আকাশ চিরে ওড়ার নেশা।
জলের নেশা, তলের নেশা,
কাজশেষে ঘর ফেরার নেশা।
গান এর নেশা, সুর এর নেশা,
কলম তুলে লেখার নেশা।
কঠিন নেশা, তরল নেশা,
প্রেম বা ভালোবাসার নেশা।
খাঁচার নেশা, পোষার নেশা,
পোষ্য হয়ে থাকার নেশা।
সন্ধ্যার daily soap এর নেশা,
Mobile game এর নাছোড় নেশা।
রূপের নেশা, ধোঁয়ার নেশা,
খরচ এবং জমার নেশা।
মেয়ের নেশা, ছেলের নেশা,
নষ্ট হয়ে যাওয়ার নেশা।
বাঁচার নেশা, মরার নেশা,
ঘরের নেশা, টাকার নেশা।
কারুর আবার আজব নেশা,
প্রকৃতিপ্রেমের সবুজ নেশা।
খোঁজার নেশা, পাওয়ার নেশা,
হারিয়ে যাওয়ার আদিম নেশা।
নৈঃশব্দ শোনার নেশা,
জগৎটাকে দেখার নেশা।
পড়ার নেশা, জানার নেশা,
জানিয়ে দিয়ে যাওয়ার নেশা।
আছে হরেক রকম নেশা,
চলছে নেশা, চলবে নেশা।
কারণ নেশাই হল বাঁচার পেশা,
খারাপ, নয়তো ভালোর নেশা।
যেদিন হারিয়ে যাবে নেশার নেশা,
সেদিন নিভবে বাঁচার আলোর দিশা।
এদিকে নেশা, ওদিকে নেশা,
দশটি দিকে বইছে নেশা।
শিরায় নেশা, চোখে নেশা,
দেহে-মনে-প্রাণে নেশা।
বিষের নেশা, ঘুষের নেশা,
সোজা পথে চলার নেশা।
রঙ এর নেশা, তুলির নেশা,
আকাশ চিরে ওড়ার নেশা।
জলের নেশা, তলের নেশা,
কাজশেষে ঘর ফেরার নেশা।
গান এর নেশা, সুর এর নেশা,
কলম তুলে লেখার নেশা।
কঠিন নেশা, তরল নেশা,
প্রেম বা ভালোবাসার নেশা।
খাঁচার নেশা, পোষার নেশা,
পোষ্য হয়ে থাকার নেশা।
সন্ধ্যার daily soap এর নেশা,
Mobile game এর নাছোড় নেশা।
রূপের নেশা, ধোঁয়ার নেশা,
খরচ এবং জমার নেশা।
মেয়ের নেশা, ছেলের নেশা,
নষ্ট হয়ে যাওয়ার নেশা।
বাঁচার নেশা, মরার নেশা,
ঘরের নেশা, টাকার নেশা।
কারুর আবার আজব নেশা,
প্রকৃতিপ্রেমের সবুজ নেশা।
খোঁজার নেশা, পাওয়ার নেশা,
হারিয়ে যাওয়ার আদিম নেশা।
নৈঃশব্দ শোনার নেশা,
জগৎটাকে দেখার নেশা।
পড়ার নেশা, জানার নেশা,
জানিয়ে দিয়ে যাওয়ার নেশা।
আছে হরেক রকম নেশা,
চলছে নেশা, চলবে নেশা।
কারণ নেশাই হল বাঁচার পেশা,
খারাপ, নয়তো ভালোর নেশা।
যেদিন হারিয়ে যাবে নেশার নেশা,
সেদিন নিভবে বাঁচার আলোর দিশা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন