চন্দননগরের লাইটিং থেকে
নিত্য নতুন পোশাক সবই তো হয়েই চলছে।
ওহ! মেয়ে তোর আর কতো লাগে??
নতুন জুতো, নতুন ঘড়ি জোরজার করে-
কিনেই নিলি,
ওহ! ছেলে তোর আর কতো লাগে??
সপ্তমী থেকে পুজো শুরু
তোদের শুরু পঞ্চমী থেকে ,
ওহ! মেয়ে পুজো এখন থেকেই??
লোক-দেখানো সাজগোজ আর দামি-
খাবারের ইচ্ছা জাগে,
ওহ! ছেলে এতো শখ ক্যামনে জাগে??
তোমরা সভ্য-সমাজ, টাকার বান্ডিল আর -
হিসেব কষো,
ওহ! সমাজ বেশ্যা বলে কি
মা আমাদেরও ত্যাগ করে??
তাহলে পতিতার ঘরের মাটি কেনো লাগে মা-
রুপে পুজ্যো মহিমা গড়তে??
ওহ! সমাজ এই বিচ্ছেদ কি তোমাদের
- দেখাতেই লাগে??
@জয়শ্রী
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন