--------------------------------------------------------------------- জয়শ্রী শিকদার
শ্বেতবরন এক ভ্রমর ব্যাকুল,
মম মৌন আচরন তাঁর আক্ঙাখা,
ভয় হয় ভাবতে গিয়ে
তাঁর আওয়াজের সীমানা।
সেইদিন যে ছিল অভ্যাস রোজকার ঘুম....
ভাঙ্গানোর অভ্যেস।
আজও ঘুমিয়ে পরে আবার আশা করি,
শিউলীর ফুলের ন্যায় হোক তোমার আগমন।
চোখ খুলতেই বুঝি সেই স্নিগ্ধ
সকাল,
পেরিয়ে এসেছি আমি অনেক আগেই।
চলে গিয়েছে তোমার অভ্যেস,
চলে গিয়েছে শিউলীর আগমন,
শুধু রয়ে গিয়েছে আক্ঙখা আমার,
তোমার আওয়াজ,
নেশা আমার।
নেশাগ্রস্ত ভ্রমর
শ্বেতবরন এক ভ্রমর ব্যাকুল,
মম মৌন আচরন তাঁর আক্ঙাখা,
ভয় হয় ভাবতে গিয়ে
তাঁর আওয়াজের সীমানা।
সেইদিন যে ছিল অভ্যাস রোজকার ঘুম....
ভাঙ্গানোর অভ্যেস।
আজও ঘুমিয়ে পরে আবার আশা করি,
শিউলীর ফুলের ন্যায় হোক তোমার আগমন।
চোখ খুলতেই বুঝি সেই স্নিগ্ধ
সকাল,
পেরিয়ে এসেছি আমি অনেক আগেই।
চলে গিয়েছে তোমার অভ্যেস,
চলে গিয়েছে শিউলীর আগমন,
শুধু রয়ে গিয়েছে আক্ঙখা আমার,
তোমার আওয়াজ,
নেশা আমার।
নেশাগ্রস্ত ভ্রমর
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন