সেই মেয়েটা
গঙ্গার ঘাটে দাড়িয়ে। নৌকাটা দূর থেকে দেখা যাচ্ছে। শরতের মেজাজের জানান দিচ্ছে কাশের হালকা দুলুনি। আমার চোখ আনমনেই নৌকাটার দিকে স্থির। ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে আসছে নৌকাটা। একটু পরেই ঘাটে এসে থামবে। বেশি ভির দেখছি না আজ। আরেকটু কাছে আসতে হঠাৎ চোখ গেলো একটা মেয়ের দিকে। ওকে আমি চিনি। চিনতাম না, কিন্তু কয়েক মাস আগে পরিণত হওয়া ওর অ্যাসিডে আক্রান্ত ক্ষতবিক্ষত মুখ শহরের পাঁচটা মেয়ের থেকে ওকে আলাদা করে দিয়েছে। ও দাঁড়িয়ে চেয়ে আছে এখন ওই কাশের সাড়ির দিকে।থমকে ওর দিকে চেয়ে নিথর আমার দৃষ্টি।
হঠাৎ মনে পড়লো মা এবার নৌকাতে আসছে নাকি, ঠাকুমা বলছিল। -@Sayar
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন