গলিতে গলিতে 'দূর্গা' থাকে
নেহাত খবর রাখে ক’জন,
সমাজ আজও পুরুষতান্ত্রিক
রেখে মেয়েদের দিকে নজর।।
এইজন্যই রাতে "দূর্গারা" পথেঘাটে বিবস্ত্রই মেলে....
আসেন মা প্রতিবছর,
শহর আনন্দে মাতে,
তবুও পথের ধারে বিবস্ত্র হয়ে
"দূর্গা" মেলে রাতে।।
তবুও বিবস্ত্র হয়ে "দূর্গারা" মেলে রাতে...
মাটির মূর্তি,তাই,অসুবিধা হয় না,
মাথায় তুলে রাখতে
রক্ত মাংসের "দূর্গা" হলেই
ইচ্ছা করে জাপটে ধরতে।।
এইজন্যই "দূর্গারা" বিবস্ত্র হয়ে পড়ে থাকে রাতে....
অবোধ সমাজ, তার অবোধ কার্য্-কলাপ,
মাটির রূপ দেবীসম হলেও
মাংসরূপী কেবলই শয্যাসঙ্গিনী দাস
"দূর্গারা" তবুও প্রতি ঘরে থাকে।।
তবু আজও অনেক "দূর্গা" ধর্ষিতা হিসেবে হাসিমুখে বাঁচে......
আবার বোধহয় "দুর্গাপুজো" আসছে, তাই না?
-@মোহনা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন