---------------------------------------------------------------------------------------------------------------------Anindita
" ওয়েলকাম কিজিয়ে জিসনে পেয়ার কি মাতলাব সামঝায়া...
ওয়ান এণ্ড অনলি সানি লিওনী...."
অ্যাঁ? ঠিক শুনলাম কিনা তখনো বিশ্বাস হয়ে উঠছে না, ভাবছিলাম আর একবার ইউটিউব টা খুলে দেখবো কিনা। যাক গে আমি আবার কাজ ঠাজ না থাকলে ঐ MTV টাও একটু আধটু দেখি বই কি। আর টাইম টু টাইম না হলেও অসংখ্যবার টেলিকাস্টের জেরে হয়ে যায়।
বিশ্বাস করুন Swipe করেও যে ইয়ে খোঁজা যায় মানে ওই যে পারফেক্ট ম্যাচ ভাবতেও পারি না বাপু। ও না না দাঁড়ান ইয়ে মানে টিন্ডার নিয়ে একটা সো কলড ফানি ভিডিও তে দেখেছিলাম যদিও। সে কি সব কেচ্ছা রেড জোন মানে ইউ কান্ট ডেট দ্যাট ম্যান এণ্ড গ্রিন মিনস ফর লাভ ইয়ে মানে ডেট। এতেই শেষ না আরো আসল ব্যাপার তো আছেই -
টাস্ক পারফরমেন্স বোঝেন তো আই মিন ফর বেটার বণ্ডিং ও বোঝেন নি? দাঁড়ান বলি, এই হল আসল জিনিস সব এর ওপর দাঁড়িয়ে মানে কে 'মেড ফর ইচ আদার' হয়ে যাবে সেসব আর কি । একটা টাস্ক পারফরমেন্স মানেই আমি তোমার 'ম্যাড ফর ইচ আদার' আন্টিল অর আনলেস তোমায় ডেঞ্জার জোনে পাঠাতে পারছি। ওহ সরি টাস্ক গুলোর কটা উদাহরণ দিই তাহলে বুঝবেন আর কি। 'কিস কিস কো', 'পেয়ার কা রাস' না না কোনো এডাল্ট ফিল্ম না এসব আবার টাস্ক নিজের পার্টনার না শুধু পাশের গুলো ও থাকবে কিন্তু ;) এ থেকে ওরা নাকি "কেমিক্যাল লোচা" বোঝে, আই মিন সিরিয়াসলি?
তবে সত্যি বলতে কি এই শো খানা দেখতে আমি তাও বসি ইনফ্যাক্ট আগের সিরিজ ও দেখেছি কারণ টা প্লিজ কারোকে বলবেন না।
আমি না লিখে রাখি ওই কারা 'সাচ্চা পেয়ার' (ফিঙ্গার ক্রস) বলে চিৎকার করে আর শেষে 'ইট ডাসন্ট ওয়ার্ক বিটুইন আস' বলে ভেরি নেক্সট ডে ইন্টার্ভিউ তে চলে আসে। তা বলছিলাম ওদের দেখে সিরিয়াসলি আমার মনে হয়, নেক্সট জেনেরেশন টা কি Swipe টাও করবে? ভাবাবে কিন্তু বটেই শো খানা।
টাস্ক পারফরমেন্স বোঝেন তো আই মিন ফর বেটার বণ্ডিং ও বোঝেন নি? দাঁড়ান বলি, এই হল আসল জিনিস সব এর ওপর দাঁড়িয়ে মানে কে 'মেড ফর ইচ আদার' হয়ে যাবে সেসব আর কি । একটা টাস্ক পারফরমেন্স মানেই আমি তোমার 'ম্যাড ফর ইচ আদার' আন্টিল অর আনলেস তোমায় ডেঞ্জার জোনে পাঠাতে পারছি। ওহ সরি টাস্ক গুলোর কটা উদাহরণ দিই তাহলে বুঝবেন আর কি। 'কিস কিস কো', 'পেয়ার কা রাস' না না কোনো এডাল্ট ফিল্ম না এসব আবার টাস্ক নিজের পার্টনার না শুধু পাশের গুলো ও থাকবে কিন্তু ;) এ থেকে ওরা নাকি "কেমিক্যাল লোচা" বোঝে, আই মিন সিরিয়াসলি?
তবে সত্যি বলতে কি এই শো খানা দেখতে আমি তাও বসি ইনফ্যাক্ট আগের সিরিজ ও দেখেছি কারণ টা প্লিজ কারোকে বলবেন না।
আমি না লিখে রাখি ওই কারা 'সাচ্চা পেয়ার' (ফিঙ্গার ক্রস) বলে চিৎকার করে আর শেষে 'ইট ডাসন্ট ওয়ার্ক বিটুইন আস' বলে ভেরি নেক্সট ডে ইন্টার্ভিউ তে চলে আসে। তা বলছিলাম ওদের দেখে সিরিয়াসলি আমার মনে হয়, নেক্সট জেনেরেশন টা কি Swipe টাও করবে? ভাবাবে কিন্তু বটেই শো খানা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন