---------------------------------------------Kingshuk Roy
আর পারলাম না মা,
জেগে থাকতে;
ঘুমিয়ে পড়লাম-
সাদা চাদরে ছোট্ট শরীর ঢেকে।
কতো খেলা বাকি থেকে গেলো,
থাকলো বাকি কত গল্প শোনা;
ছোট্ট বুকের স্বপ্ন,ভালোবাসা,
আমার সাথেই ঘুমিয়ে পড়লো সব।
নটে গাছটি মুড়িয়ে গেলো মা,
খুব ছোট্ট গল্প আমি - শেষ!
এখন আমি চিরঘুমের দেশে,
পেরিয়ে এসেছি ব্যথার তেপান্তর।
একটা কেবল প্রশ্ন রয়ে গেলো-
আমার ঘুমচোখের পাতায়;
সবে তো আমার সকাল হয়েছিলো,
তবে কেন ঘুমিয়ে পড়তে হলো?
কেন মাগো, ঘুমিয়ে পড়তে দিলে!!
আরো রইলো,-
সাতখানা ছূঁচ আমার পাশে রাখা।
সাতখানা ছূঁচ, মাগো-
আমি তোমায় দিয়ে গেলাম।
-০৮/০৮/২০১৭
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন