কালের গর্ভে বিলীন মানচিত্র , এটা এক অন্যসময়
এ ছবি নৈহাটি স্টেশনের।
তিন
বছর বয়সে মা কে হারিয়ে সারমেয় মায়ের দুগ্ধ পান করে বড় হয়ে ওঠা এক মানব শিশুর
জীবনের জীবন্ত জলছবি।এটা একটা শহরের
ভিতরে অন্য শহরের গল্প । কোন বিজ্ঞান যেখানে সংজ্ঞাহত । সেইখানে শুরু এক বিজাতীয় মাতৃস্নেহের
বাস্তব চিত্র। সুত্রের মতে , মাস তিনেক আগে মাতৃবিয়োগ হয়েছে ছেলেটির , তারপর থেকেই
নৈহাটি স্টেশন তার আস্তানা । ভিক্ষা করেই জীবন কাটে । সারমেয়র দুগ্ধ পান
করে বেড়ে উঠছে তার সময় , ঘুমের সময়েও ঠিক
মায়ের মতো জরিয়ে শুয়ে থাকতে তাকে দেখা গেছে । নিত্য যাত্রীদের চোখে পড়ে বিষয়টি
তারপর থেকেই খবরের শিরনামে এই ঘটনা । আজকের সময়ে যখন সারমেয় হত্যার প্রতিবাদে
মিছিল হচ্ছে চারিদিকে ঠিক তখন এমন চিত্র নাড়া দেওয়ার মতো ।
-
আদিত্য
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন