---------------------------------------------------------------------------------Nilanjan
অখেয়ালে,সাত সকালে...
কপালে ঠোঁট যেই ছোঁয়ালে...
চোখের ফাঁকে,মন ক্যামেরার খোঁজ...
তোর ঘুমেতে,পালক ছুলে...
মুঠোর শরীর,নেশায় ভুলে...
পাশবালিশে,রোজনালিশে...
তোকেই ছোঁব রোজ...
প্রথম দিনের দু-পথ চলা...
অনেকখানি হাসি না বলা...
তোর পায়ের রিনিঝিনি নূপুর...
চোখের নেশা,তোর দু ঠোঁটে...
কাটছে না এই ঘোর মোটে...
সুযোগ পেলে ছুটব বহুদূর...
লাইন ধরে রোজ হেটেছি...
ছোঁবো বলে,রোজ তাকিয়েছি...
একপলকের,অধরা এই কল্পনায়...
দেওয়াল ভাঙা হল না আজ...
সে আদর ফেরার মেজাজে...
আমার সেই ইচ্ছেগুলো...
কেঁদেছে যন্ত্রণায়...
দিনের শেষে গল্প আঁকি...
তোকে,তবুও পাবো নাকি...
অতীতের গলি,ফিরতি পথের দিকে...
না তাকিয়েই সন্ধ্যা নামে...
আমার শরীরে ঠাণ্ডা জমে...
তুই পালালেই অন্ধ কবি...
আমার খাতা ফিকে...
তবুও সেটা হওয়া বারণ...
কি জানি তার কি কারণ...
ছায়াছবি সব বেরঙিন...
স্বপ্নবুড়ি,লুকোচুরি...
তোর মত কাউকে...
আর পাবোনা কোনোদিন...
নিয়ম ভেঙে খোশ মেজাজে...
বেন্ঞ্চ পেরোলেই চোখের লাজে...
পেরিয়ে দেখি...তুই পালালি,
আলোকবর্ষ দেশ...
আমায় ঘিরে আশেপাশে...
সাহেব বিবি গোলাম তাসে...
মুখ লুকোলি...চাদর হয়ে,
বর্ষা দিনের শেষ...
হয়তো বা তুই ধুলো হবি...
খুব পুরোনো স্নেহের ছবি...
উঠবি হেসে...আঙুল ছাপে,
সাজানো আমার ডাকে...
সে দিনের শেষে অচেনা হবে...
সে ভিড়ের মাঝে শুধু তোকেই ছোবে...
সে বাসবে ভালো তোকেই বেশি...
আজ তুই ফেলে গেলি যাকে...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন